গ্রহের রাশি পরিবর্তন সকলের জীবনে গভীর প্রভাব বিস্তার করে। তাই জ্যোতিষ শাস্ত্রে গ্রহের রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চলতি বছর দীপাবলী অত্যন্ত বিশেষ এবং শুভ। এ বছর দীপাবলীতে চারটি গ্রহের যোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে কয়েকটি রাশি শুভ ফল লাভ করবে।
মিথুন- পঞ্চম স্থানে গ্রহের যুতির কারণে মিথুন রাশির জাতকদের বৌদ্ধিক বিকাশ হবে। এ সময় কেরিয়ারের জন্য অত্যন্ত শুভ। মিথুন জাতকরা নিজের কেরিয়ারে নতুন সাফল্য অর্জন করবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরাও ভালো পরিণাম লাভ করবেন।
কর্কট- এই রাশির জাতকদের চতুর্থ স্থানে চার গ্রহের যোগ সৃষ্টি হচ্ছে। এ সময় আপনার পারিবারিক জীবনে আনন্দ থাকবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। এমনকি আর্থিক দিক দিয়ে লাভও হবে। দীপাবলীতে গাড়ি কিনতে পারেন। এই রাশির জাতকরা আবার সম্পত্তি বিক্রি করেও লাভ অর্জন করতে পারেন।
কন্যা- চার গ্রহের যুতি কন্যা রাশির জাতকদের মান-সম্মান প্রদান করবে। এ সময় সম্পত্তি বৃদ্ধি হবে। কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এ সময় কারও কথায় আবেগপ্রবণ হয়ে পড়বেন না।
ধনু- এই রাশির জাতকদের একাদশ স্থানে সূর্য, মঙ্গল, বুধ ও চন্দ্রের যুতি সৃষ্টি হবে। এর ফলে বিশেষ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের অনেক লাভ হবে। শুধু তাই নয়, দীপাবলীতে কোনও দামী বস্তুও উপহারে পেতে পারেন।
মকর- চার গ্রহের যোগ মকর রাশির জাতকদের সাফল্য প্রদান করবে। বাবার তরফে লাভ হবে। কেরিয়ারে আগত সমস্ত সমস্যা দূর হবে। মকর রাশির জাতকরা নিজের ব্যবসাও শুরু করতে পারেন।