ধনতেরাস থেকেই শুরু হয়ে যায় দিওয়ালির উৎসব। চলতি বছর ৪ নভেম্বর দিওয়ালি। শুভ, সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য প্রদান করে এই উৎসব। মনে করা হয় এদিন নিয়ম মেনে লক্ষ্মীপুজো করলে সারা বছর ধন-ধান্যের অভাব থাকে না। ধর্মীয় ধারণা অনুযায়ী এ দিন লক্ষ্মী পৃথিবীতে বিচরণ করেন এবং নিজের ভক্তের বাড়ি গিয়ে তাঁদের সুখ-সমৃদ্ধির আশীর্বাদ দেন। তাই লক্ষ্মীকে স্বাগত জানাতে দিওয়ালিতে কিছু মঙ্গল কাজ করা উচিত। এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন।
প্রবেশদ্বারে লাগান আম পাতার তোরণ
দিওয়ালিতে লক্ষ্মীকে আগমন জানাতে অনেকে ঘর রঙ করান। আবার নানান ভাবে ঘরের সাজসজ্জা করেন। এর পাশাপাশি বাড়ির প্রবেশ দ্বারে তোরণ অবশ্যই লাগাবেন। এ দিন বাড়ির প্রবেশদ্বারে আম, অশ্বত্থ পাতা ও গাঁদা ফুলের তোরণ বানিয়ে লাগানো শুভ। এতে লক্ষ্মী প্রসন্ন হন।
ফুল ও রঙ দিয়ে রঙ্গোলি বানান
দিওয়ালিতে বাড়ি ও আঙিনায় রঙ্গোলি বানানোর প্রথা প্রচলিত আছে। লক্ষ্মীকে স্বাগত জানাতে এই রঙ্গোলি বানানো উচিত এবং তাতে প্রদীপ প্রজ্জ্বলিত করা উচিত।
ঘট স্থাপন করতে ভুলবেন না
সনাতন ধর্মে পুজো ও মঙ্গল অনুষ্ঠানে ঘট রাখা হয়। দিওয়ালির দিনে একটি ঘটে জল ভরে তাতে আমপাতা ও নারকেল রাখা উচিত। ঘটে রোলী ও কুমকুম দিয়ে স্বস্তিক এঁকে তাতে মৌলী সুতো বাঁধুন। তারপর পুজো স্থানে এই ঘট রেখে তার পুজো করুন।