নিজের পরিবারের সদস্যদের সঙ্গে উৎসবের আনন্দে মেতে ওঠার সময় এই দীপাবলি। প্রদীপের আলো, তারাবাজির শব্দে এ সময় পরিবেশ ভরে ওঠে। ইতিবাচক ও শুভ শক্তির প্রতীক দীপাবলি। পুরাণ মতে ১৪ বছর পর সীতা ও লক্ষ্মণের সঙ্গে এদিনই অযোধ্যা ফিরেছিলেন রাম। সেই আনন্দ উপলক্ষেই প্রথম দীপাবলি পালিত হয়।
অন্য দিকে সুখ, সমৃদ্ধি লাভের কামনায় এ দিন লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা হয়। এই দীপাবলিতে নিজের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবদের জানান শুভেচ্ছা—
১. এই দীপাবলিতে তোমার জীবন ঐশ্বর্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক। তোমার প্রতি পদে আনন্দ থাকুক। তোমরা উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি আজ।
২. দীপাবলির প্রদীপের আলো ও পবিত্র মন্ত্রের মাঝে তোমার জীবন আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। তোমাকে ও তোমার পরিবারকে দীপাবলির শুভেচ্ছা।
৩. কামনা করি দীপাবলির আলো তোমার মন ও মস্তিষ্ককে আলোকিত করুক এবং পরিবার ও সম্প্রদায়ের সঙ্গে তোমার পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হোক। শুভ দীপাবলি।
৪. এই দীপাবলি তোমার জীবনকে নতুন আশা ও আগামীর নতুন স্বপ্নে ভরে তুলুক। অনেক অনেক ভালোবাসার সঙ্গে তোমাকে জানাই দীপাবলির শুভেচ্ছা।
৫. রঙ্গোলির রঙের মতোই এই দীপাবলি তোমার মুখে নতুন হাসি ফোটাক, জীবনের নতুন পথ উন্মুক্ত করুক। অসীম আনন্দ ধরা দিক তোমরা কাছে। শুভ দীপাবলি।
৬. জীবন উপভোগ করার জন্য মোমবাতি জ্বালাও, জীবনে নতুন আসার সঞ্চার করার জন্য সাজসজ্জায় মেতে ওঠো, অশুভকে বাজির রোশনাইয়ে পুড়িয়ে ছাই করে দাও, মিষ্টিমুখ করে সাফল্যের স্বাদকে আরও মিষ্টি করে তোলো, ঈশ্বর উপাসনার মাধ্যমে পরমেশ্বরকে ধন্যবাদ জানাও। তোমাকে ও তোমার পরিবারকে দীপাবলির শুভেচ্ছা।
৭. ভালোবাসার আলো জ্বালো, দুঃখের বাজি ফাটাও, সমৃদ্ধির রকেট ছাড়ো, আনন্দের তুবড়ি জ্বালাও, তোমাকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।
৮. অন্তরাত্মার আলোর সঙ্গে জগতের সমস্ত আলোর তুলনা করা যায় না। নিজেকে এই আলোর সঙ্গে একাত্ম করে উৎসবের আনন্দে মেতে ওঠো।
৯. দীপাবলির এই শুভ দিনে সুখে থাকুক সবাই, মনের দরজা খুলে আনন্দ, ভালোবাসায় আজকের দিনটি কাটাই। শুভ দীপাবিলি।
১০. আকাশে বাতাসে অনেক আলো, দীপাবলির দিনটা কাটুক ভালো, পূরণ হোক মনের ইচ্ছা, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।