Paush Purnima: বছরের প্রথম পূর্ণিমা কেনো এত বিশেষ? এইদিন কী বিশেষ উপায় করলে একসঙ্গে সূর্য চন্দ্রের আশীর্বাদ পাওয়া যাবে, জেনে নিন এখান থেকে।
1/8পৌষ পূর্ণিমা ৬ জানুয়ারি ২০২৩ তারিখে। এবছরে পৌষের পূর্ণিমাও বিশেষ কারণ এই দিনে সূর্য ও চন্দ্রর বিশেষ সমাপতনে পুজো করা হয়। জেনে নিন পৌষ পূর্ণিমার পুজোর মাহাত্ম্য। ( ছবি সৌজন্যে pixabay)
2/8৬ জানুয়ারী ২০২৩ শুক্রবার পৌষ পূর্ণিমা উৎসব। একে শাকম্ভরী পূর্ণিমা (শাকম্ভরী পূর্ণিমা ২০২৩)ও বলা হয়। পৌষের পূর্ণিমার উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পূর্ণিমা দিনের অধিপতি চাঁদ। পৌষ পূর্ণিমার রাতে মহালক্ষ্মীর পুজো করা হয় বলে বিশ্বাস করা হয়। সূর্যোদয়ের পূর্বে স্নান, তারপর দান ও তপস্যা অধিক ফলদায়ক। এই দিনে স্নান করলে মানুষের সমস্ত পাপ নাশ হয়। এবছরে পৌষের পূর্ণিমাও বিশেষ কারণ এই দিনে সূর্য ও চন্দ্রকে একটি বিশেষ সংমিশ্রণে পুজো করা হয়। আসুন জেনে নিই পৌষ পূর্ণিমায় সূর্য চন্দ্র পুজোর গুরুত্ব।( ছবি সৌজন্যে pixabay)
3/8পৌষ মাস সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়, যেখানে পূর্ণিমার দিনের অধিপতি চাঁদ। সূর্য ও চন্দ্রের এই বিরল সংমিশ্রণ শুধুমাত্র পৌষ পূর্ণিমায় ঘটে। শাস্ত্রমতে, পৌষ পূর্ণিমায় সূর্যোদয়ের পরপরই সূর্যকে জল অর্পণের পর এই উপবাস শুরু হয় এবং সন্ধ্যায় চাঁদের পুজো করে উপবাস ভঙ্গ হয়। এটি বিশ্বাস করা হয় যে সূর্য ও চন্দ্র পুজোর একটি বিশেষ সংমিশ্রণে স্নান এবং দান করা ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর করে। ঘরে লক্ষ্মীর আগমন ঘটে এবং সাধক মোক্ষ লাভ করে।( ছবি সৌজন্যে pixabay)
4/8পৌষ মাসে সূর্য দেবতার প্রসন্নতা পেতে চাইলে তামার পাত্রে জল, সিঁদুর, চাল, লাল ফুল রেখে সকালে সূর্যকে অর্ঘ্য অর্পণ করুন।
5/8এমনটা বিশ্বাস করা হয় যে পৌষ মাসে সূর্যের পুজো করতে না পারলে পৌষ পূর্ণিমায় সূর্যকে জল নিবেদন করলে সারা মাস এর পুজোর সমান ফল পাওয়া যায়। ব্যক্তি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের বর পায়। কঠিন রোগ থেকে মুক্তি পান। ( ছবি সৌজন্যে pixabay)
6/8সূর্য পুজোর সময় সকল ০৬.৫৬ থেকে সকল ৭.১৭ অবধি।
7/8পুরাণে বলা হয়েছে মানসিক রোগ থেকে মুক্তি পেতে পৌষ পূর্ণিমার রাতে চাঁদের আলোয় বসে চন্দ্র মন্ত্র ২১ বার জপ করুন। এরপর চাঁদকে অর্ঘ্য নিবেদন করুন। এতে কুণ্ডলিতে চন্দ্র দোষ দূর হয় বলে বিশ্বাস করা হয়। মানসিক ও শারীরিক চাপ থেকে মুক্তি পায় জাতক।( ছবি সৌজন্যে pixabay)
8/8চন্দ্রোদয়ের সময় বিকেল ০৪.৩২ মিনিটে (পূর্ণিমায় চাঁদের পুজো করলে সর্বোত্তম ফল পাওয়া যায়)( ছবি সৌজন্যে pixabay)