বাংলা নিউজ > ভাগ্যলিপি > Annapurna puja 2023: আগামিকাল অন্নপূর্ণা পুজোতে করুন এই বিশেষ প্রতিকার, দূর হবে অন্নকষ্ট

Annapurna puja 2023: আগামিকাল অন্নপূর্ণা পুজোতে করুন এই বিশেষ প্রতিকার, দূর হবে অন্নকষ্ট

সাদা রংয়ের বস্ত্র পড়ে এই পুজো করা উচিত, তাতে দেবী বেশি সন্তুষ্ট হন।

Annapurna puja 2023: সারা বছরের অন্নকষ্ট দূর করতে অন্নপূর্ণা পূজার দিন কী বিশেষ প্রতিকার করবেন জেনে নিন এখান থেকে।

আগামীকাল অন্নপূর্ণা পুজো। মনে করা হয় অন্নপূর্ণা পুজো করলে সংসারে কখনও অভাব অনটনের সম্মুখীন হতে হয় না। কিছু নিয়ম মেনে এই পুজো করা উচিত, তাতে দারিদ্র অর্থকষ্ট সমস্ত দুর্দশা কেটে যেতে পারে মায়ের কৃপায়।

সাদা রংয়ের বস্ত্র পড়ে এই পুজো করা উচিত, তাতে দেবী বেশি সন্তুষ্ট হন।

পুজোর সময় জবা ফুলের মধ্যে লাল চন্দন ও গোটা এলাচ দিয়ে মা অন্নপূর্ণা বা মা দুর্গার মন্দিরে দান করতে হবে, এতে দেবীর কৃপা লাভ হয়।

লাল গোলাপ ফুলের মধ্যে লবঙ্গ দিয়েও মাকে অর্পণ করলে মনস্কামনার পূর্তি হয়।

মহাদেব এই পুজোর দিন স্বয়ং ভিক্ষুক রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই এইদিন একটি পিতলের পাত্র কিনে তাতে আতপ চাল ভরে মন্দিরের বাইরে কোনও গরিব দুঃখীকে দান করলে মা খুব খুশি হন। এতে ভোলেনাথেরও আশীর্বাদ পাওয়া যায়।

এই দিন ঘরের ভিতরে লবঙ্গ পুড়িয়ে সেই পোড়ানো লবঙ্গের ছাই টাকার উপর লাগিয়ে সেই টাকা মন্দিরে অর্পণ করুন।

চেষ্টা করবেন এইদিন আপনার সামর্থ্য অনুযায়ী গরীব দুঃখী ও পুরোহিতকে কিছু দান করতে।

এই প্রতিকারগুলি করলে যেমন একদিকে অর্থের অভাব পূরণ হবে, অন্যদিকে সেই সঙ্গে মায়ের কৃপায় মনস্কামনাও পূর্ণ হবে।

বন্ধ করুন