দোলযাত্রা আর হোলি সাধারণত পর পর দিনে পালিত হয়। দোলযাত্রার পরদিন থাকে হোলি উৎসব। ২০২৩ সালে দোল পূর্ণিমা পড়ছে ৭ মার্চ। ও ৮ মার্চ পড়ছে হোলি।
1/5পঞ্জিকা মতে দোলযাত্রা আর হোলি উৎসবের দিনক্ষণ আলাদা। ২০২৩ দোলপূর্ণিমা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উৎসবের আবহ। দিকে দিকে যা কিছু ধূসর তাকে রঙে রাঙিয়ে নিতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে কেউ কেউ পঞ্জিকা মতে দোল পূর্ণিমার শুভ তিথিতেও চোখ বুলিয়ে নিচ্ছেন। কারণ বহু গৃহস্থেই দোল পূর্ণিমার দিন থাকে বিশেষ পূজার আয়োজন। দেখে নেওয়া যাক, দোল পূর্ণিমার তিথি কখন থেকে পড়ছে। (Unsplash)
2/5বহু বাড়িতেই দোলের দিন শ্রীরাধাগোবিন্দের পুজো হয়। আবার দোলযাত্রার সূচনায় বীরভূমের শান্তিনিকেতনে বসন্তকে উদযাপন করে পালিত হয় বিশেষ বসন্ত উৎসব। দিকে দিকে আবিরের রঙে রাঙা হয় আকাশ বাতাস। এমন দিনে অনেকেই নানান শুভ কাজ করে থাকেন। একনজরে দেখে নেওয়া যাক, দোলপূর্ণিমার তিথি কখন থেকে ও কবে পড়ছে। (Unsplash)
3/5দোল কবে পড়ছে- দোলযাত্রা আর হোলি সাধারণত পর পর দিনে পালিত হয়। দোলযাত্রার পরদিন থাকে হোলি উৎসব। ২০২৩ সালে দোল পূর্ণিমা পড়ছে ৭ মার্চ। ও ৮ মার্চ পড়ছে হোলি। (PTI Photo) (Unsplash)
4/5দোল পূর্ণিমার তিথি- দোল পূর্ণিমা পড়ছে ৬ মার্চ বিকেল ৪ টে বেজে১৮ মিনিট ৪৭ সেকেন্ড থেকে। আর এই তিথি থাকবে ৭ মার্চ সন্ধ্যে ৬ টা বেজে ৪০ মিনিট পর্যন্ত। দেশের বহু প্রান্তে হোলির আগের দিন পালিত হয় হোলিকা দহন উৎসব। এই বছর এই তিথি পড়ছে ৭ তারিখ। (AP Photo/Deepanshu Aggarwal) (Unsplash)
5/5হোলিকা দহন- এই বছর হোলিকা দহনের সময় শুরু হচ্ছে ৬ মার্চ বিকেল ৪.১৭ থেকে শেষ হবে ৭ মার্চ ৬.০৯ মিনিটে। এই বছর হোলষ্টক শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি। হোলির ৮ দিন আগে থেকে কোনও শুভ কাজ করা হয়না এই হোলস্টকের সময়। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা ) (AP Photo/Deepanshu Aggarwal) (Unsplash)