হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। মাঘ মাসের শুক্ল পক্ষের একাদশীকে জয়া একাদশী বলা হয়। আজ, ১২ ফেব্রুয়ারি জয়া একাদশী। মনে করা হয় এই একাদশীতে উপবাস রাখলে ও নিয়ম মেনে পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এমনকি একাদশী ব্রত পালন করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করে। পুরাণ অনুযায়ী জয়া একাদশীর দিনে শ্রী হরির নাম জপ করলে পিশাচ যোনির ভয় থাকে না। জেনে নিন একাদশীর দিন কী করবেন ও কী করবেন না।
একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজ
১. একাদশীর দিনে জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়।
২. একাদশীর রাতে ঘুমাতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি, মন্ত্র জপ ও জাগরণ করে কাটানো উচিত।
৩. এদিন ভুলেও চুরি করবেন না। এদিন চুরি করলে ৭ পুরুষ পাপের অংশীদার হয়।
৪. একাদশীতে খাওয়া-দাওয়া ও ব্যবহারে সাত্বিকতা পালন করা উচিত।
৫. কঠোর শব্দ প্রয়োগ করে কারও সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যে কথা বলবেন না।
৬. একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যা বেলা ঘুমানো উচিত নয়।
জয়া একাদশী ব্রত ও পুজোর নিয়ম
১. যাঁরা উপবাস করবেন, তাঁদের সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নেওয়া উচিত।
২. পুজোর স্থান পরিষ্কার করে সেখানে কৃষ্ণ ও বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করা উচিত।
৩. নিয়ম মেনে পুজো করা উচিত।
৪. পুজোর সময় কৃষ্ণের ভজন ও বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করা উচিত।
৫. দেবতাদের প্রসাদ, তুলসী, জল, ফল, নারকেল, ধূপকাঠি ও ফুল অর্পণ করুন।
৬. পুজোর সময় মন্ত্র জপ করা উচিত।
৭. পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিনে খাবার খেয়ে জয়া একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে।