অর্থ উপার্জন তরতরিয়ে বাড়বে। এর সঙ্গে লক্ষ্মীলাভও হবে। কিন্তু কোন স্বপ্ন দেখলে এমনটা হয় জানেন কি। রইল বিশদ হদিশ।
1/6অর্থ উপার্জন তরতরিয়ে বাড়বে। এর সঙ্গে লক্ষ্মীলাভও হবে। কিন্তু কোন স্বপ্ন দেখলে এমনটা হয় জানেন কি। রইল বিশদ হদিশ। (Freepik)
2/6প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে, আমাদের বাস্তব জীবনের উপর স্বপ্নের অনেকটাই প্রভাব রয়েছে। বাস্তব জীবনের অনেক কিছুই স্বপ্ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তেমনই অর্থ লাভের দিকটাও নিয়ন্ত্রণ করে স্বপ্ন। (Freepik)
3/6স্বপ্নশাস্ত্রে বিশারদ পন্ডিতরা বলেছেন কিছু নির্দিষ্ট স্বপ্ন আমাদের জীবনের অর্থলাভের দিককে নিয়ন্ত্রণ করে। সেই স্বপ্নই বলে দেয় জীবনে অর্থ সমাগমের সম্ভাবনা কেমন। চলুন জেনে নেওয়া যাক সেই স্বপ্নগুলির বিষয়ে। (Freepik)
4/6জ্বলন্ত প্রদীপ:স্বপ্নশাস্ত্রবিশারদদের কথায়, জ্বলন্ত প্রদীপ ভীষণ পয়মন্ত। এই প্রদীপ স্বপ্নে দেখলে বুঝতে হবে সুখের দিন আসন্ন। আর কোনও দুঃখ অভাব থাকবে না আপনার। ধনধান্যে ভরে উঠবে আপনার সংসার। (Freepik)
5/6শিশুর হাসি: জ্বলন্ত প্রদীপের মতোই শিশুর হাসিও বড় সুখের ইঙ্গিত। স্বপ্নে আপনার পরিচিত বা অপরিচিত কোনও শিশু আপনার দিকে তাকিয়ে হাসলে বুঝতে হবে দুঃখের সময় শেষ। সমস্ত টানাটানির পর্ব মিটে এবার সুখ আসতে চলেছে সংসারে। (Freepik)
6/6সাধারণ অ্যাকাউন্ট: আধুনিক স্বপ্নশাস্ত্র বলে, সাধারণ তহবিল বা অ্যাকাউন্টের কথা। আপনার একটি সাধারণ অ্যাকাউন্ট রয়েছে। সেখানে আপনি উপার্জিত অর্থ সঞ্চয় করছেন, এমনটাই কি দেখেছেন স্বপ্নে? তাহলে দ্রুতই আপনার মনের কামনা সত্যি হতে চলেছে! লক্ষ্মী আসতে চলেছে ঘরে। (Freepik)