বাংলা নিউজ > ভাগ্যলিপি > দাম্পত্য জীবনে হবে সমস্যা - শনি ও মঙ্গলের যুতির কারণে সতর্ক থাকতে হবে এই রাশির

দাম্পত্য জীবনে হবে সমস্যা - শনি ও মঙ্গলের যুতির কারণে সতর্ক থাকতে হবে এই রাশির

গত ২৬ ফেব্রুয়ারি মকর রাশিতে গোচর করেছেন মঙ্গল।

মঙ্গলের সঙ্গে শনির যুতির ফলে কয়েকটি রাশির জাতকের উপর খারাপ প্রভাব পড়বে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সকল রাশির জাতকদের উপর গ্রহের অবস্থান পরিবর্তনের প্রভাব পড়ে থাকে। গত ২৬ ফেব্রুয়ারি মকর রাশিতে গোচর করেছেন মঙ্গল। যে রাশিতে আগে থেকেই শনি অবস্থান করছে। 

মঙ্গলের সঙ্গে শনির যুতির ফলে কয়েকটি রাশির জাতকের উপর খারাপ প্রভাব পড়বে। কোন কোন রাশির জাতকদের উপর সেই প্রভাব পড়বে, তা দেখে নিন একনজরে -

কর্কট- কর্কট রাশি জাতকদের কুণ্ডলীর সপ্তম স্থানে মঙ্গল এবং শনির যুতি তৈরি হচ্ছে। দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের স্থান বলা হয়। তার ফলে এই সময় কর্কট রাশির জাতকদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। অংশীদারিত্বের কাজে ক্ষতির মুখে পড়তে পারেন কর্কট রাশির জাতকরা। যদি অংশীদারিত্বের কোনও কাজ শুরু করার পরিকল্পনা থাকে, তাহলে তা আপাতত স্থগিত রাখাই ভালো। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।

ধনু- ধনু রাশির দশম স্থানে মঙ্গল এবং শনির যুতি তৈরি হচ্ছে। অর্থ এবং কথাবার্তার সংক্রান্ত বিষয়ের স্থান বলা হয়। সেজন্য আপনার ব্যবসায় মুনাফা কম হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কোনও নয়া চুক্তি চূড়ান্ত করবেন না। এই সময় আপনার প্রেমজীবনে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কথাবার্তার ক্ষেত্রে সংযমী থাকতে হবে ধনু রাশির জাতকদের। সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। 

কন্যা- কন্যা রাশিতে মঙ্গল এবং শনির যুতি তৈরি হচ্ছে। যা প্রেমজীবন, উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ের উপর প্রভাব ফেলবে। এই সময় কন্যা রাশির জাতকদের প্রেমজীবনে বাধা আসতে পারে। সন্তান সংক্রান্ত বিষয়ে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। পড়ুয়াদের পড়াশোনায় ক্ষেত্রে বাধা আসতে পারে।

বন্ধ করুন