বাংলা নিউজ > ভাগ্যলিপি > দুই ‘পাপী’ গ্রহের রাশি পরিবর্তন, দোল থেকেই হাতে টাকা আসবে এই রাশির জাতকদের

দুই ‘পাপী’ গ্রহের রাশি পরিবর্তন, দোল থেকেই হাতে টাকা আসবে এই রাশির জাতকদের

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাশি পরিবর্তন করেছেন রাহু এবং কেতু। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ তৈরি আছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাশি পরিবর্তন করেছেন রাহু এবং কেতু। জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে ‘পাপী’ গ্রহ বলে বিবেচনা করা হয়। তবে সেই দুই গ্রহ যে শুধু অশুভ ফল দেন, এমনটা নয়। রাহু এবং কেতু শুভ হলে মানুষের ভাগ্যোদয় হয়। রাহু এবং কেতুর কারণে দোল পূর্ণিমায় কোন কোন রাশির জাতকদের জীবনে শুভ ফল মিলবে -

মেষ রাশি

১) আত্মবিশ্বাস বাড়বে।

২) কর্মক্ষেত্রে আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে।

৩) অর্থ লাভ হবে।

৪) আয় বৃদ্ধি পাবে।

৫) স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।

৬) বিবাহিত জীবন সুখী হবে।

মিথুন রাশি

১) আর্থিক অবস্থা মজবুত হবে।

২) কাজে সাফল্য পাওয়ার জন্য অধিক পরিশ্রম করতে হবে।

৩) লেনদেনের জন্য ভালো সময়।

৪) বিনিয়োগ করলে লাভবান হবেন মিথুন রাশির জাতকদের।

৫) চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ তৈরি হচ্ছে।

৬) মান-সম্মান বাড়বে।

বৃশ্চিক রাশি

১) আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে।

২) দাম্পত্য জীবন সুখকর হবে।

৩) ব্যবসা এবং চাকরির জন্য ভালো সময়।

৪) বন্ধুর সহযোগিতা পাবেন।

৫) আপনি যে কাজ করবেন, তা প্রশংসিত হবে।

৬) এই সময়টা বৃশ্চিক রাশির জাতকদের দুর্দান্ত কাটবে।

মীন রাশি

১) নিশ্চিতভাবে মীন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে।

২) হাতে টাকা আসবে।

৩) মান-সম্মান বাড়বে।

৪) এই সময় বিনিয়োগ করলে মীন রাশির জাতকরা লাভবান হবেন।

বন্ধ করুন