উত্তর কলকাতায় কোন কোন দুর্গাপুজো অবশ্যই দেখা উচিত?
উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান সর্বজনীন, বাগবাজার সর্বজনীন, অহিরীটোলা, শোভাবাজার রাজবাড়ি, দাঁ বাড়ির পুজো অবশ্যই দেখা উচিত।
দক্ষিণ কলকাতার কোথায় কোথায় থিম পুজো হয়?
দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, ত্রিধারা, যোধপুর পার্ক, ইত্যাদি জায়গায় প্রতি বছর বিভিন্ন ধরনের থিম পুজো করা হয়।
দেবী দুর্গার আগমন এবং গমন কীসে হয়?
দেবী দুর্গা মূলত ৪টে বাহনে করে মর্তে আসেন বা যান। আর তাঁর এই ৪ বাহন হল: গজ, ঘটক, দোলা, নৌকা।
কে প্রথম দুর্গাপুজো শুরু করেন?
দুর্গাপুজো প্রথম কে শুরু করেন তাই নিয়ে নানা লোকমত রয়েছে। তবে রাবণকে বধ করার জন্য রাম দেবীর অকাল বোধন করেছিলেন বলেই জানা যায়।
সাবেকি পুজো দেখতে গেলে কোথায় যাব?
সাবেকি পুজো দেখতে চাইলে শোভাবাজার রাজবাড়ি, দাঁ বাড়ি, সুরুল রাজবাড়ি, সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে যাওয়া উচিত।
দেবীপক্ষের সূচনা কবে হয়?
মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এটা চলে কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত
সন্ধিপুজো কখন হয়?
মহাষ্টমী এবং মহানবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো হয়।
শারদীয় দুর্গাপুজোর ইতিহাস কী?
রাবণকে বধ করার জন্য দেবীর আশীর্বাদ পাওয়ার আশায় অকাল বোধন করেছিলেন রাম। পুরাণ মতে রাজা সুরথ প্রথম এই পুজোর প্রচলন করেছিলেন। বারোয়ারি পুজো যদিও আরও অনেক পরে শুরু হয়েছিল।
কবে ঘট স্থাপন হয় দুর্গাপুজোর?
সপ্তমীর দিন ঘটস্থাপন হয় দুর্গাপুজোর।