পুজো আসতে আর তিন সপ্তাহেরও কম সময় বাকি। অন্যান্য বারের মতো এই বছর এখনও পুজো ভালো করে জমে ওঠেনি। তার কারণ কলকাতার বর্তমান পরিস্থিতি, আরজি কর কাণ্ড নিয়ে এখনও বহু মানুষ উৎকণ্ঠায় রয়েছেন। পাশাপাশি নির্যাতিতার সুবিচারের প্রত্যাশাও করছেন অনেকে। তাই অন্য বারের মতো এবার পুজোয় বহু মানুষ একসঙ্গে এখনও পর্যন্ত মেতে ওঠেননি।
তবে দুর্গাপুজো যে শুধুমাত্রই একটি পুজো তাও নয়। এটি বাঙালির সবচেয়ে বড় উৎসব। তাই অন্য বারের মতো অত ধুমধাম করে না হলেও মায়ের বোধন হবে ঠিকই। নিয়মমাফিক ষষ্ঠী থেকে দশমীর পুজোও হবে। তবে এবার পুজোর তারিখ নিয়ে রয়েছে কিছুটা ধন্ধ।
(আরও পড়ুন: হাতে রয়েছে আর কয়েকটা দিন, সবাইকে পাঠান শারদীয়ার আগাম শুভেচ্ছা বার্তা)
গত বছর থেকেই বলা হচ্ছিল এবার দুর্গাপুজো তিন দিনের। সেগুলি কোন কোন তারিখে পড়েছে? বারোয়ারী পুজোও কি তাহলে তিন দিনের হবে? এমন নানা প্রশ্ন রয়েছে অনেকের মনেই। এবার দেখে নেওয়া যাক, পুজোর সম্পূর্ণ সূচি।
বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে, এই বছর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আলাদা দিনে পড়লেও, নবমী এবং দশমী এক দিনে পড়েছে। মহাষষ্ঠী ৯ অক্টোবর, মহাসপ্তমী ১০ অক্টোবর, মহাষ্টমী ১১ অক্টোবর, মহানবমী এবং বিজয়াদশমী ১২ অক্টোবর। আর সেখানেই রয়েছে সংশয়। তাহলে কি নবমীর দিনই বিসর্জন দেওয়া হবে প্রতিমা। এখনও পর্যন্ত যা শোনা গিয়েছে, তাতে এমন কিছু হচ্ছে না। পঞ্জিকার সঙ্গে তারিখ না মিললেও পুজো চার দিন ধরেই পালিত হবে। এবার দেখে নেওয়া যাক, সেই তারিখগুলি কী কী।
(আরও পড়ুন: এবারের পুজো কাঁপাবে এই ৪ শাড়ি, আপনার কালেকশনে থাকছে তো?)
দুর্গাপুজোর দিনক্ষণ এবং সূচি:
- মহালয়া: ২ অক্টোবর
- মহাষষ্ঠী: ৯ অক্টোবর
- মহাসপ্তমী: ১০ অক্টোবর
- মহাষ্টমী: ১১ অক্টোবর
- মহানবমী: ১২ অক্টোবর
- বিজয়াদশমী: ১৩ অক্টোবর
- কোজাগরী লক্ষ্মীপুজো: ১৭ অক্টোবর
- কালীপুজো: ৩১ অক্টোবর
এই তারিখ ধরেই বারোয়ারী পুজো থেকে অন্যান্য দুর্গাপুজো পালিত হবে। তবে পুজোর উদযাপন এভাবে হলেও পুজোর বিধি মেনে ক্রিয়াকর্ম সবই হবে পঞ্জিকা মতেই। অর্থাৎ ১১ অক্টোবর তারিখেই সন্ধিপুজো এবং অষ্টমীর পরে নবমীর পুজোও হয়ে যাবে। কিন্তু ১২ তারিখে বিসর্জন হবে না। সেই কাজটি হবে ১৩ তারিখ।
এর পরে কোজাগরী লক্ষ্মীপুজো ১৭ অক্টোবর, কালীপুজো ৩১ অক্টোবর এবং ভাতৃদ্বিতীয়া ৩ নভেম্বর পালিত হবে।