বাংলা নিউজ > ভাগ্যলিপি > অক্টোবরে হাতে প্রচুর টাকা আসবে এই ৬ রাশির জাতকদের, আচমকা তৈরি হবে অর্থ লাভের যোগ

অক্টোবরে হাতে প্রচুর টাকা আসবে এই ৬ রাশির জাতকদের, আচমকা তৈরি হবে অর্থ লাভের যোগ

কয়েকটি রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে অক্টোবর।

আপনার রাশিও কি সেই তালিকায় আছে?

ইতিমধ্যে অক্টোবরের দু'দিন পেরিয়ে গিয়েছে। প্রতিটি মাস বিভিন্ন রাশির জাতকদের জন্য শুভ হয়। চলতি মাসেও সেই ধারায় ছেদ পড়েনি। কয়েকটি রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে অক্টোবর।

চলতি মাসে শুক্র, সূর্য এবং বুধের মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলি রাশি পরিবর্তন করবেন। সেই পরিবর্তনের ফলে ১২ টি রাশির জাতকদের উপর প্রভাব পড়বে। বিশেষত কয়েকটি রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে চলতি মাস শুভ হতে চলেছে। জেনে নিন এই রাশিগুলির বিষয়ে -

১) মিথুন - আর্থিক দিক থেকে চলতি মাস মিথুন রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। আয় বাড়বে। অর্থ উপার্জনের নয়া পথ তৈরি হবে। টাকা বাড়বে। আপনি টাকা জমানোর ক্ষেত্রে সফল হবেন। ঋণ থেকে মুক্তি পাবেন।

২) কর্কট - অর্থনৈতিক দিক থেকে চলতি মাস দুর্দান্ত কাটবে কর্কট রাশির জাতকদের জন্য। আয়ের নতুন পথ খুলে যাবে। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা আছে। সফল হবে কর্কট রাশির জাতকদের যে কোনও চেষ্টা।

৩) কন্যা - কন্যা রাশির জাতকদের জন্য অনুকূল হতে চলেছে অক্টোবর। হাতে টাকা আসতে থাকবে। কাজে সাফল্য মিলবে। ব্যবসায়ীদের জন্য সময় ভালো। চাকরিজীবীদের জন্য আয়ের নতুন পথ খুলে যাবে।

৪) বৃশ্চিক- অক্টোবরে বৃশ্চিক রাশির জাতকদের জন্য আর্থিক অবস্থা ভালো হতে চলেছে। হাতে টাকা আসার যোগ তৈরি হবে। আটকে থাকা টাকা ফেরত মিলবে।

৫) ধনু - বিভিন্ন গ্রহের যুতির ফলে ধনু রাশির জাতকরা শুভ ফল পাবেন। আয় বৃদ্ধি পাবে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও আছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। উন্নতি হবে ব্যবসায়।

৬) মীন- মীন রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে শুভ হবে অক্টোবর। হাতে প্রচুর অর্থ আসবে। আগামী ২২ অক্টোবর মঙ্গলের প্রভাবে হঠাৎ আর্থিক লাভের যোগ তৈরি হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে।

বন্ধ করুন