হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন পূর্ণিমা হিন্দু মাসের শেষ সময়। ধর্মে এই মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। চলতি বছর ১৭ মার্চ ফাল্গুন পূর্ণিমা। এদিনই পালিত হয় দোল উৎসব, একে দোল পূর্ণিমাও বলা হয়।
পূর্ণিমা তিথি শুরু- ১৭ মার্চ দুপুর ১টা ৩০ মিনিটে।
পূর্ণিমা তিথি সমাপ্ত- ১৮ মার্চ দুপুর ১২টা ৪৭ মিনিটে।
প্রতি মাসে পূর্ণিমার ব্রত পালিত হয়। তবে ফাল্গুন পূর্ণিমাকে বিশেষ মনে করা হয়। এদিনই হোলিকা দহন হয়। এদিন রাক্ষস রাজা হিরণ্যকশ্যপের বোন হোলিকার হাত থেকে নিজের ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন বিষ্ণু। হিরণ্যকশ্যপকেও এদিনই বধ করেন নারায়ণ। এটি অসত্যের ওপর সত্যের জয়ের দিন।
ফাল্গুন পূর্ণিমায় নারায়ণের পুজো করা হয়। সকালে উঠে স্নান সেরে শুদ্ধ হওযার নিয়ম রয়েছে। তার পর সাদা বস্ত্র ধারণ করে পুজোয় বসতে হয়। এ সময় ওম নারায়ণ মন্ত্র জপ করতে হয়। বাড়িতে যজ্ঞও করা যায় এদিন।
ফাল্গুন পূর্ণিমা বা দোল পূর্ণিমার মাহাত্ম্য
এদিন বিষ্ণুর ব্রত করা উচিত। সকালে স্নান করে বিষ্ণুর ধ্যান করুন। উপবাস করে হোলিকা দহনেরও পুজো করা হয় এদিন। ঘুটের মালা, রোলী, গুড় গোটা অন্ন, গুজিয়া, গম অর্পণ করা হয় হোলিকার আগুনে। এর পর হোলিকার আগুনকে প্রদক্ষিণ করার নিয়ম প্রচলিত আছে।