February 2023 Lucky Horoscope: নয়া বছরের শুরুটা অনেকের ভালো কাটেনি। তাঁদের কষ্ট ভুলিয়ে দেবে ফেব্রুয়ারি মাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ফেব্রুয়ারিতে চারটি গ্রহের রাশি পরিবর্তন হবে। কোন কোন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে, তা দেখে নিন -
1/5ফেব্রুয়ারিতে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি বুধের গোচর হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবেন সূর্য। দু'দিন পরেই কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে গোচর করবেন শুক্র। তারপর ১৮ ফেব্রুয়ারি নেপচুন রাশি পরিবর্তন কবেন।
2/5মেষ রাশি- চারটি গ্রহের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকদের ফেব্রুয়ারি মাসটা ভালো কাটবে। আগে যদি কোথাও বিনিয়োগ করে থাকেন, তাহলে এখন লাভবান হবেন। আটকে থাকা ফেরত পাবেন মেষ রাশির জাতকরা। স্বাস্থ্য ভালো থাকবে।
3/5কন্যা রাশি- ফেব্রুয়ারি মাসটা কন্যা রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। যাঁরা সরকারি চাকরি করছেন, তাঁরা শুভ ফল লাভ করবেন। যে কন্যা রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা সুখবর পাবেন। যাঁরা ব্যবসা করেন, তাঁদের অর্থলাভের যোগ তৈরি হবে। সকলের সহযোগিতা লাভ করবেন।
4/5তুলা রাশি- ফেব্রুয়ারি মাসে তুলা রাশির জাতকদের ভালো কাটবে। যে তুলা রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। পারিবারিক জীবন সুখকর হতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো কাটতে চলেছে তুলা রাশির জাতকদের।
5/5ধনু রাশি- চারটি গ্রহের রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকরা অনুকূল ফল মিলবে। আপনি যে কাজ করছেন, তা দ্রুত শেষ হবে। যাঁরা চাকরি করছেন, তাঁরা অর্থ লাভ করবেন। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হতে চলেছে।