
বাচ্চাদের একাগ্রতা বাড়াতে বাড়িতে রাখুন এডুকেশন টাওয়ার
১ মিনিটে পড়ুন . Updated: 18 Jul 2020, 11:10 PM IST- বৌদ্ধধর্মাবলম্বীরা প্যাগোডাকে জ্ঞান, বুদ্ধি ও একাগ্রতার সঙ্গে সম্পর্কযুক্ত মনে করেন। এরই ক্ষুদ্র সংস্করণ এডুকেশন টাওয়ার।
চাইনিজ ড্র্যাগন, ব্যাঙ, কচ্ছপ-সহ নানান ধরণের ফেঙ শুই গ্যাজেটের ব্যবহার সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল এখন। তবে জানেন কী, ফেঙ শুইতে এমনও একটি গ্যাজেট আছে, যা বাচ্চাদের পড়াশোনাকে উচ্চতার শিখরে নিয়ে যেতে পারে। এই গ্যাজেটটির নাম এডুকেশন টাওয়ার।
চিনা প্যাগোডা অর্থাৎ বৌদ্ধ স্তূপ থেকে এডুকেশন টাওয়ারের ধারণা গ্রহণ করা হয়েছে। বৌদ্ধধর্মাবলম্বীরা প্যাগোডাকে জ্ঞান, বুদ্ধি ও একাগ্রতার সঙ্গে সম্পর্কযুক্ত মনে করেন। এরই ক্ষুদ্র সংস্করণ এডুকেশন টাওয়ার। মনে করা হয়, এটি স্টাডিরুমে রাখলে বাচ্চাদের একাগ্রতা বৃদ্ধি পায় ও তারা পড়াশোনায় ভালোভাবে ফোকাস করতে পারে।
এডুকেশন টাওয়ারের সুফল: