
ফেঙ শুই গোরু বাড়িতে শান্তি আনে, সন্তান লাভে সহায়ক হয়
১ মিনিটে পড়ুন . Updated: 29 Aug 2020, 01:46 PM IST- হিন্দু ধর্মশাস্ত্রের মতো ফেঙ্গ শুইতে গোরুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ধর্মশাস্ত্র অনুযায়ী, গোরুর শরীরে ৩৩ কোটি দেবী-দেবতার অধিষ্ঠান।
ফেঙ শুই শাস্ত্রে গোরুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ফেঙ শুই মতেও গোরুকে কামধেনু অর্থাৎ ইচ্ছা পূরণকারী ও মানসিক শান্তি প্রদানকারী মনে করা হয়।
হিন্দু ধর্মশাস্ত্রের মতো ফেঙ শুই-তে গোরুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ধর্মশাস্ত্র অনুযায়ী, গোরুর দেহে ৩৩ কোটি দেবী-দেবতার অধিষ্ঠান। দেখে নেওয়া যাক বাড়িতে বা অফিসে ফেঙ শুই গোরু স্থাপন করলে কী কী সুফল পাওয়া যায়।