
ফেঙ্গ শুইয়ের নীল হাতি-গন্ডারে মুক্তি পাবেন চুরি-ডাকাতির হাত থেকে, জানুন কীভাবে
১ মিনিটে পড়ুন . Updated: 02 Dec 2020, 12:50 PM IST- ফেঙ্গ শুইতে এমন কয়েকটি জিনিস আছে, যা বাড়িতে রাখলে চুরি, ডাকাতি ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
ভারতীয় বাস্তুশাস্ত্রের পাশাপাশি চিনা বাস্তুশাস্ত্র অর্থাৎ ফেঙ্গ শুইও ভারতে বহুল প্রচলিত। সুখ-সমৃদ্ধির জন্য অনেকেই বাড়িতে বা অফিসে ফেঙ্গ শুই মেনে নানান জিনিস রেখে থাকেন। ফেঙ্গ শুইতে এমন কয়েকটি জিনিস আছে, যা বাড়িতে রাখলে চুরি, ডাকাতি ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
আকার ও স্বভাবের কারণে নীল হাতি ও গন্ডারকে ফেঙ্গ শুইতে শক্তির প্রতীক মনে করা হয়। বাড়ির প্রবেশদ্বারে এগুলি রাখলে নিরাপত্তা লাভ সম্ভব। বাড়ি ও অফিসে হাতি ও গন্ডারের মূর্তি রাখলে একাধিক লাভ পাওয়া যেতে পারে।