
সৃজনশীল মনের খোরাক, সম্পর্ক মজবুত করে ফেংশুই প্রজাপতি
১ মিনিটে পড়ুন . Updated: 04 Jul 2020, 09:58 PM IST- ফেংশুই-তে সম্পর্কে মিষ্টতা আনা ও তাকে দৃঢ় করার জন্য প্রজাপতির ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে।
পারিবারিক ও পারস্পরিক সম্পর্কে মিষ্টতা ও সৌহার্দ্য বজায় রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর পিছনে বিভিন্ন কারণ দায়ী, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় অনেকেই চিন্তিত হয়ে পড়েন। ফেংশুই-তে এই সমস্যার সমাধান উল্লেখ করা আছে।
ফেংশুই-তে সম্পর্কে মিষ্টতা আনা ও তাকে দৃঢ় করার জন্য প্রজাপতির ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। প্রজাপতি সৌন্দর্য ও আনন্দের প্রতীক। ফেংশুই প্রজাপতিও এ ভাবেই বাড়ির মনোরম ও প্রাণোজ্জ্বল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কী ভাবে প্রজাপতির ব্যবহারের মাধ্যমে সুফল অর্জন করা যায়, জানুন।