ক্যাকটাস বাদে ওয়ার্ক টেবিলের আশপাশে রেখে দিন কোনও সবুজ গাছ। এতে কেরিয়ারে হয় উন্নতি। জেড প্ল্যান্ট, স্ন্যাক প্ল্যান্ট রাখলেও ভুলেও রাখবেন না কোনও ক্যাকটাস জাতীয় প্ল্যান্ট।
1/9আর্থিক উন্নতির জন্য অনেকেই নিজের ঘরের চারিদিকে ফেংশুই মতে নানান জিনিসপত্র রাখেন। তবে সঠিক দিশা আর সঠিক ফেংশুই সামগ্রীর হদিশ জানা না থাকলে কোনও মতেই উন্নতি হয়না আর্থিক দিক থেকে। বলা হয়, কেরিয়ারের দিক থেকে কয়েকটি জিনিস যদি ঘরে লাগানো যায়, তাহলে তা আর্থিক উন্নতি হবে। দেখে নেওয়া যাক, ফেংশুই মতে কোন কোন সামগ্রী এই সময়ে ঘরে রাখলে কেরিয়ারের উন্নতি হয়।
2/9ক্যাকটাস বাদে ওয়ার্ক টেবিলের আশপাশে রেখে দিন কোনও সবুজ গাছ। এতে কেরিয়ারে হয় উন্নতি। জেড প্ল্যান্ট, স্ন্যাক প্ল্যান্ট রাখলেও ভুলেও রাখবেন না কোনও ক্যাকটাস জাতীয় প্ল্যান্ট।
3/9ফেংশুই মতে দক্ষিণ পশ্চিম দিশা নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। ফলে ওয়ার্ক টেবিলে দক্ষিণ পশ্চিম দিকে কনও নোংরা রাখবেন না। সেখানে নোংরা রাখলে তা কেরিয়ারের পক্ষে ভালো নয়।
4/9নেগেটিভ এনার্জি আর্থিক উন্নতিকে রুখে দেয়। ফলে টেবিলের কোণ যদি খোঁচাদার হয়ে থাকে, তাহলে তা ভোতা করে নিন। এতে হবে উন্নতি। কেরিয়ারের দিক থেকে এই কাজটি করলে হবে প্রভূত উন্নতি।
5/9উত্তর পশ্চিম দিক হল উন্নতির দিশার দিক। ওই দিকে ক্রিস্টাল রাখলে তা সাফল্য ও শক্তি উন্নতি বয়ে আনে। আর সেই দিকে ক্রিস্টাল রাখলে তা কেরিয়ারেও উন্নতির যোগ নিয়ে আসে।
6/9বাড়ির দক্ষিণ পূর্ব দিশায় রাখুন ফুল। সতেজ ফুল এই দিশায় রাখলে তা কেরিয়ার ও উন্নতির সুযোগ নিয়ে আসে। ফলে কেরিয়ারের দিক থেকে এটি ভালো।
7/9বর্তমানে ওয়ার্ক ফ্রম হোমের কাজে অনেকেই নিয়োজিত। ফলে নিত্যদিনের সাফল্যকে ধরে রাখতে হলে বাড়িতে নিজের ওয়ার্কপ্লেস রাখুন উত্তর পূর্ব দিশায়। এছাড়াও টেবিলে লাল রংয়ের টেবিল ল্যাম্প রেখে দিন।
8/9যদি আপনার কাজ অফিসে হয়ে থাকে, তাহলে কয়েকটি দিক খেয়াল রাখুন। অফিসে আপনি নিজের মতো করে কিছু পাল্টাতে পারবেন না, তবে সেখানে কোনও কালো বা নীল রঙের কাপড় বা পাপস নিচে রেখে তার ওপর পা রাখতে পারেন। এতে কেরিয়ারে হতে পারে প্রভূত উন্নতি।
9/9অফিসে বা বাড়ির ওয়ার্কপ্লেসে উত্তর দিকে মুখ করে রেখে দিন একটি ফোয়ারা। এরফলে কেরিয়ারে হতে পারে প্রভূত উন্নতি। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করেনা হিন্দুস্তান টাইমস বাংলা।)