5 Auspicious Yogs Makar Sankranti 2023: এবার মকর সংক্রান্তিতে পাঁচটি অভূতপূর্ব যোগ তৈরি হয়েছে। ওই পাঁচটি যোগের ফলে মকর সংক্রান্তি থেকে পাঁচটি রাশির জাতকরা ভাগ্যবান হবেন। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/6এবার মকর সংক্রান্তিতে পাঁচটি যোগ তৈরি হয়েছে। প্রথমত, একই রাশিতে শনি, সূর্য এবং শুক্র গ্রহের অবস্থানের ফলে ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে। সেইসঙ্গে সুকর্মা যোগ, সুনফা যোগ, চিত্রা নক্ষত্র যোগ এবং শশা যোগ তৈরি হয়েছে মকর সংক্রান্তিতে। যা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/6মিথুন রাশি- মকর সংক্রান্তিতে যে পাঁচটি যোগ তৈরি হয়েছে, সেগুলির প্রভাবে আর্থিক দিক থেকে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মিথুন রাশির জাতকদের পারিবারিক জীবন সুখকর হবে। দাম্পত্য জীবনে আরও মাধুর্য আসবে। শুভ খবর মিলতে পারে। জীবনে শত্রুদের থেকে মুক্তি মিলবে।
3/6কর্কট রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট রাশির জাতকরা ব্যবসার দিক থেকে লাভবান হবেন। মুনাফা বৃদ্ধি পাবে। সাহস বাড়বে। মান-সম্মান বৃদ্ধি পাবে কর্কট রাশির জাতকদের। জীবনের সব ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সময় মিলবে। শত্রুদের থেকে মুক্তি মিলবে।
4/6তুলা রাশি- মকর সংক্রান্তি থেকে বিনিয়োগ করলে লাভবান হবেন তুলা রাশির জাতকরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, লেনদেনের ক্ষেত্রে সময় অনুকূল কাটবে। পরিবারের সহযোগিতা মিলবে। স্বাস্থ্যের উন্নতি হবে। এই সময় তুলা রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
5/6বৃশ্চিক রাশি- জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর সংক্রান্তিতে যে পাঁচটি যোগ তৈরি হয়েছে, সেগুলির প্রভাবে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক সমস্যা কেটে যাবে। লেনদেনের জন্য এটা ভালো সময়। আর্থিক দিক থেকে লাভবান হবেন বৃশ্চিক রাশির জাতকরা। যাঁরা চাকরি করেন, তাঁরা লাভবান হবেন।
6/6মকর রাশি- শুভ ফল লাভ করবেন মকর রাশির জাতকরা। পদোন্নতির যোগ তৈরি হবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। হাতে টাকা আসবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের সময় ভালো কাটবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁরা বিনিয়োগ করছেন, তাঁরা লাভবান হবেন।