বাংলা নিউজ > ভাগ্যলিপি > অর্থ লাভ, বিবাহিত জীবন সুখী - শুক্র মার্গী হওয়ায় ভাগ্যোদয় হবে এই রাশ জাতকদের

অর্থ লাভ, বিবাহিত জীবন সুখী - শুক্র মার্গী হওয়ায় ভাগ্যোদয় হবে এই রাশ জাতকদের

আগামী ২৯ জানুয়ারি মার্গী হতে চলেছেন শুক্র।

শুক্র মার্গী হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকরা শুভ ফল লাভ করেন। তাঁদের উপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে।

আগামী ২৯ জানুয়ারি মার্গী হতে চলেছেন শুক্র। জ্যোতিষশাস্ত্রে যে রাশিকে সুখ, বৈবাহিক সুখ, কলা, প্রতিভা, সৌন্দর্যের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শুক্র মার্গী হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকরা শুভ ফল লাভ করেন। তাঁদের উপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে। শুক্র মার্গী হওয়ার ফলে কোন কোন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে, তা দেখে নিন একনজরে -

মিথুন রাশি

১) শুক্রের মার্গী হওয়ার বিষয়টি আপনার জন্য লাভজনক হবে।

২) এই সময় আপনার মান-সম্মান বাড়বে।

৩) পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

৪) জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

৫) বিভিন্ন সমস্যার সমাধান হবে।

৬) স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।

সিংহ রাশি

১) সিংহ রাশির জাতকদের জন্য শুক্রের মার্গী হওয়ার বিষয়টি অনুকূল হবে।

২) এই সময় জমি বা গাড়ি কিনতে পারেন।

৩) জমিতে বিনিয়োগ করলে মুনাফা লাভ করতে পারেন।

৪) ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন।

৫) জীবনসঙ্গীর পরামর্শে ধন লাভ হতে পারে।

৬) বিবাহিত জীবন সুখী হবে।

কন্যা রাশি

১) শুক্র মার্গী হওয়ার ফলে আপনার জীবন আনন্দে ভরে উঠবে।

২) এই সময় ভাইবোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।

৩) ভালোভাবে মুশকিল পরিস্থিতির সম্মুখীন হন। 

৪) অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলবে।

৫) পরিবারের সঙ্গে সময় ভালো কাটবে।

৬) প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে শুভ খবর পাবেন।

ধনু রাশি

১) শুক্রের মার্গী হওয়ার বিষয়টি ধনু রাশির জাতকদের লাভজনক হবে।

২) এই সময় আড়ালে থাকা শত্রুর থেকে মুক্তি পাবেন।

৩) কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। তবে সাফল্য পাবেন।

৪) জীবনসঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে।

৫) অর্থ লাভ হবে।

৬) পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন।

বন্ধ করুন