Gaja Laxmi Yog 2023 Luck Astrology: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দুর্লভ গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। যে রাজযোগ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। জ্যোতিষশাস্ত্রে ওই যোগের ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন।
1/5দীর্ঘদিন পরে গজলক্ষ্মী যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি, বৃহস্পতি-সহ একাধিক গ্রহের রাশি পরিবর্তনের ফলে বিশেষ যোগ তৈরি হবে। আগামী ২১ এপ্রিল সেই যোগ তৈরি হতে চলেছে। অত্যন্ত দুর্লভ যোগ হতে চলেছে সেটি।
2/5জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২১ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। যে রাশিতে ইতিমধ্যে অবস্থান করছেন চন্দ্র। তার ফলে যে যোগ তৈরি হতে চলেছে, সেটিকে গজলক্ষ্মী যোগ হিসেবে বিবেচনা করা হয়। তার ফলে কয়েকটি রাশির জাতকদের অর্থলাভ হবে। চাকরিতে উন্নতি হতে চলেছে।
3/5মেষ রাশি- গজলক্ষ্মী যোগের ফলে মেষ রাশির জাতকরা আর্থিক দিক থেকে লাভবান হবেন। আয় বাড়বে। নিজের কাজের উপর মনোযোগ রাখতে হবে মেষ রাশির জাতকদের। নিজের সেরাটা উজাড় করে দিতে হবে। মান-সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন সুখকর হবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে গতি আসবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5মিথুন রাশি- মিথুন রাশির উপর থেকে শনি ঢাইয়ার প্রভাব কেটে গিয়েছে। সেইসঙ্গে গজলক্ষ্মী রাজযোগের ফলে মিথুন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। সাফল্যের যোগ তৈরি হবে। আয়ের পথ প্রশশ্ত হবে মিথুন রাশির জাতকদের। যাঁরা ব্যবসা করেন, তাঁদের অর্থলাভ হবে। বাড়বে মুনাফা। ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। পারিবারিক জীবন সুখকর হবে। দীর্ঘদিন ধরে যে কাজের চেষ্টা করছেন, তাতে সাফল্য লাভ করবেন। অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
5/5ধনু রাশি- গজলক্ষ্মী রাজযোগের ফলে ধনু রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। আগামিদিনে ধনু রাশির জাতকরা চাকরি, ব্যবসার দিক থেকে সাফল্য লাভ করবেন। আয় বৃদ্ধি পাবে। জীবনে উন্নতি হবে। বিয়ে সংক্রান্ত বিষয়ে ধনু রাশির জাতকরা কোনও সুখবর পাবেন। বিয়ের প্রস্তাব পেতে পারেন। যাঁরা ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন, তাঁদের পারিবারিক জীবন সুখকর কাটবে।