সদ্য গজকেশরী রাজযোগের নির্মাণ ২২ মার্চ হতে চলেছে। এই রাজযোগের ফলে বহু রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে। তবে বিশেষ ৩ টি রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। এই সময়কালে বৃহস্পতি ও চাঁদের বিশেষ কৃপায় থাকবে ৩ টি রাশি। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এই সময়কালে সুখের মুখ দেখতে চলেছে।
1/5জ্যোতিষশাস্ত্র মতে বেশ কয়েকটি বিশেষ রাজযোগ বহু রাশিতে শুভ ফল দিয়ে থাকে। আর কোনও কোনও রাশিতে তার অশুভ প্রভাব পড়ে। সদ্য একটি রাজযোগ মার্চের শেষের দিকে তৈরি হতে চলেছে। তারফলে ১২ রাশিতেই কিছু না কিছু প্রভাব পড়তে চলেছে। ২২ মার্চ এই রাজযোগ ঘটতে চলেছে।
2/5সদ্য গজকেশরী রাজযোগের নির্মাণ ২২ মার্চ হতে চলেছে। এই রাজযোগের ফলে বহু রাশিতে শুভ প্রভাব পড়তে চলেছে। তবে বিশেষ ৩ টি রাশিতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে। এই সময়কালে বৃহস্পতি ও চাঁদের বিশেষ কৃপায় থাকবে ৩ টি রাশি। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এই সময়কালে সুখের মুখ দেখতে চলেছে।
3/5ধনু- গজকেশরী রাজযোগ আপনার রাশির জাতক জাতিকাদর জন্য খুবই লাভপ্রদ হতে পারে। এই সময়কালে আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। ব্যবসায়িক দিক থেকে এই সময় খুবই ভালো কাটতে চলেছে আপনার জন্য। কথায় ভারসাম্য বজায় রাখুন, পেতে পারেন লাভ।
4/5কর্কট-এই সময় কোথাও বিদেশ যাত্রা হতে পারে। যে কাজে হাত দেবেন সেই কাজেই ভাগ্য সঙ্গে থাকবে আপনার। বিদেশ যাত্রাও করতে পারেন এই সময়। যে ছাত্ররা কোনও প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, সেই ছাত্রদের সাফল্য আসতে পারে। সরকারি চাকরিতে পরীক্ষা দিলে এই সময় পাবেন দারুন লাভ। যে কাজ অনেকদিন আটকে রয়েছে, তা এখন সহজে হয়ে যেতে পারে।
5/5মীন- গজকেশরী রাজযোগে মীন রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। ব্যক্তিত্বে আলাদা রকমের লাবণ্য আসবে। আগের থেকে আপনার ব্যক্তিত্ব অনেকটাই চমকপ্রদ হবে। এই সময় খুবই ভালো কাটবে। আর্থিক দিক থেকে ব্যবসা খুবই ভালো লাভ দিতে পারে। ব্যবসায় অংশিদারিত্বের কিছু উদ্যোগ নিলে, তাতে পাবেন লাভ। (এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যরা দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।)