বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা সময়ে সময়ে তাদের অবস্থান পাল্টাতে থাকে। নবগ্রহ, একটি নিশ্চিত সময় পর পর নিজেদের অবস্থান পাল্টাতে থাকে। যার প্রভাব ১২ রাশিতে আলাদা আলাদাভাবে হয়ে থাকে। সেই ভাবেই বৃহস্পতি আর শুক্রের অবস্থান তৈরি করতে চলেছে গজলক্ষ্মী যোগ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশির জাতক জাতিকারা পাবেন লাভ? দেখে নিন জ্যোতিষমত।
কুম্ভ
আপনার রাশিফলের পঞ্চম ঘরে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ আপনাকে জীবনের সকল ক্ষেত্রে সাফল্য এনে দেবে। বেকাররা তাঁদের পছন্দসই চাকরি পেতে পারেন। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সময় হবে। জীবনে শান্তি আসবে। আপনার বেতন বাড়তে পারে। এই সময়ে গজলক্ষ্মী রাজযোগ গঠিত হবে।
( 'অপারেশন সিঁদুর'-এ বেঙ্গালুরুতে নির্মিত ‘সুইসাইড ড্রোন’র ডেব্যু-তেই ধামাকা! ঘুম কেড়েছে পাকিস্তানের)
সিংহ
যে বিষয়টি আপনাকে দীর্ঘদিন ধরে বিরক্ত করছে, জুলাই মাসে তার সমাধান হতে পারে। আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হয়ে উঠবে। আপনার আয়ের অনেক উৎস থাকবে, যার কারণে আপনি সম্পদ সঞ্চয়ে সফল হবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন।আপনার নিষ্ঠা দেখে, তারা আপনাকে বড় দায়িত্ব দিতে পারে।
মিথুন
ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। জীবনে আয়ের অনেক উৎস খুলে যেতে পারে। মিডিয়া, মার্কেটিং, সৃজনশীল কাজে নিযুক্ত ব্যক্তিরা পদোন্নতির পাশাপাশি পদোন্নতিও পেতে পারেন। আপনার বাড়িতে বিলাসবহুল জিনিসপত্র আসতে পারে। আপনি আপনার পরিবারের সাথে কোথাও দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। আপনার রাশিফলের প্রথম ঘরে গজলক্ষ্মী রাজযোগ গঠনের কারণে, সন্তানদের সমস্যা সমাধান হতে পারে।
কবে রয়েছে এই যোগ?
১৪ মে, ২০২৫ তে হতে চলেছে এই মহালক্ষ্মী যোগ। সেদিন রাতেই বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি। শুক্রগ্রহ ২৬ জুলাই মিথুনে প্রবেশ করবেন। ফলত ২৬ জুলাই হতে চলেছে মহালক্ষ্মী যোগ। তারফলে বহু রাশির জাতক জাতিকার ওপর প্রভাব পড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )