বাংলা নিউজ > ভাগ্যলিপি > Ganesh Chaturthi 2022 Timings: গণেশ চতুর্থীর নির্ঘণ্ট: পঞ্জিকা মতে কখন গণেশ পুজো? বিঘ্নহর্তার কৃপা পাবেন কারা?

Ganesh Chaturthi 2022 Timings: গণেশ চতুর্থীর নির্ঘণ্ট: পঞ্জিকা মতে কখন গণেশ পুজো? বিঘ্নহর্তার কৃপা পাবেন কারা?

Ganesh Chaturthi 2022 Timings: আজ গণেশ চতুর্থী। হিন্দু শাস্ত্র অনুযায়ী, সিদ্ধিদাতা গণেশ মানুষকে সাফল্য প্রদান করেন। শ্রীশ্রীগজানন তথা সিদ্ধিদাতা গণেশকে সুখ-সমৃদ্ধি, সৌভাগ্য, বুদ্ধিদাতার মতো বিষয়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শ্রীশ্রীগণেশের আরাধনা করা হয়ে থাকে। স্কন্দপুরাণ মতে, সেটাই হল সিদ্ধিদাতা গণেশের (বিঘ্নহর্তা গণেশ) জন্মতিথি।