Ganesh Chaturthi 2022 Timings: গণেশ চতুর্থীর নির্ঘণ্ট: পঞ্জিকা মতে কখন গণেশ পুজো? বিঘ্নহর্তার কৃপা পাবেন কারা?
Updated: 31 Aug 2022, 07:12 AM ISTGanesh Chaturthi 2022 Timings: আজ গণেশ চতুর্থী। হিন্দু শাস্ত্র অনুযায়ী, সিদ্ধিদাতা গণেশ মানুষকে সাফল্য প্রদান করেন। শ্রীশ্রীগজানন তথা সিদ্ধিদাতা গণেশকে সুখ-সমৃদ্ধি, সৌভাগ্য, বুদ্ধিদাতার মতো বিষয়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শ্রীশ্রীগণেশের আরাধনা করা হয়ে থাকে। স্কন্দপুরাণ মতে, সেটাই হল সিদ্ধিদাতা গণেশের (বিঘ্নহর্তা গণেশ) জন্মতিথি।
পরবর্তী ফটো গ্যালারি