Ganesh Chaturthi 2022 Yogs after 300 years: এবারের গণেশ চতুর্থীতে বিশেষ যোগ তৈরি হয়েছে। যা ৩০০ বছর পর তৈরি হয়েছে বলে জানিয়েছেন জ্যোতিষীরা। তার ফলে বিভিন্ন রাশির জাতকরা কয়েকটি ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হবেন।
1/4জ্যোতিষীরা জানিয়েছেন, বুধবার দিনটা এমনিতেই গণেশজি'র প্রতি সমর্পিত করা হয়ে থাকে। এখন চিত্রা নক্ষত্র এবং সূর্য, বুধ, বৃহস্পতি ও শনির মতো একাধিক গুরুত্বপূর্ণ গ্রহ স্বরাশিতে অবস্থান করছেন। যে যোগ ৩০০ বছর পর তৈরি হয়েছে। সেই যোগের কারণে নয়া বাড়ি কেনা, বাড়ি কেনার পরিকল্পনা, গাড়ির মতো দামি জিনিস কেনার মতো বিষয় শুভ হবে। (ছবি সৌজন্যে এএফপি)
2/4জ্যোতিষীরা জানাচ্ছেন, এবার গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi 2022) শুক্ল এবং রবিযোগ তৈরি হয়েছে। রবিযোগে একাধিক রাশির জাতকরা শুভ ফল লাভ করেন। তাঁরা সিদ্ধি লাভ করে থাকেন। শুক্ল যোগেও বিভিন্ন রাশির জাতকদের মনস্কামনা পূরণ হয়। (ছবি সৌজন্যে এপি)
3/4কতক্ষণ থাকবে গণেশ চতুর্থী তিথি? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, চতুর্থী তিথি চলবে ১৪ ভাদ্র বা ৩১ অগস্ট (বুধবার) দুপুর ৩ টে ২৩ মিনিট পর্যন্ত। সেইসময় পর্যন্ত সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা হবে। (ছবি সৌজন্যে এপি)
4/4কতক্ষণ থাকবে গণেশ চতুর্থী তিথি? গুপ্ত প্রেস পঞ্জিকা মতে, ১৪ ভাদ্র বা ৩১ অগস্ট (বুধবার) দুপুর ২ টো ৬ মিনিট ৫৩ সেকেন্ড পর্যন্ত চতুর্থী তিথি (Ganesh Chaturthi 2022) থাকবে। (ছবি সৌজন্যে এপি)