জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশমী পালন করা হয়। এই দিন গঙ্গায় স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। গঙ্গা দশমীর দিনে দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে।
আজ, ১ জুন দুপুর ২.৩৭ মিনিট পর্যন্ত গঙ্গা দশমীর শুভক্ষণ। এই সময়ের মধ্যে স্নান-ধ্যান ও দান করা যেতে পারে।
গঙ্গা দশমীর গুরুত্ব
এ দিন মা গঙ্গা মর্ত্যলোকে অবতরণ করেছিলেন। শ্রদ্ধালু এদিন গঙ্গা নদীতে স্নান করেন। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী গঙ্গায় স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয়। ধর্মীয় গ্রন্থে লেখা রয়েছে, গঙ্গা নদীতে স্নান, নর্মদা নদীর দর্শন এবং শিপ্রা নদীর নাম জপ করলে মোক্ষ প্রাপ্তি হয়।
পূজা বিধি
শ্রদ্ধাপূর্ণ মন নিয়ে এদিন গঙ্গা নদীতে স্নান করতে হয়। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব নয়। তাই বাড়িতেই জলের মধ্যে গঙ্গার জল মিশিয়ে স্নান করুন। এরপর সবার আগে সূর্য দেবতাকে অর্ঘ্য দিন। তারপর ওম শ্রী গঙ্গে নম: মন্ত্র জপ করে গঙ্গার ধ্যান করুন ও অর্ঘ্য দিন।
নিম্নলিখিত মন্ত্র অবশ্যই স্মরণ করবেন:
রোগং শোকং তাপং পাপং হর মে ভগবতী কুমতিকলাপাম্।
ত্রিভুবনসারে বসুধাহারে ত্বমসি গতির্মম খলু সংসারে।।
এ বার তিলাঞ্জলি দিয়ে মা গঙ্গার পুজো-আরাধনা করুন। এ দিন গরিব ও ব্রাহ্মণদের দান-দক্ষিণা অত্যন্ত ফলদায়ী ও পুণ্যের কাজ।