বাংলা নিউজ > ভাগ্যলিপি > Gemini Horoscope Today: মিথুনের দৈনিক রাশিফল: ব্যবসায় সতর্ক থাকতে হবে, প্রেমজীবন আবার ভালো হবে

Gemini Horoscope Today: মিথুনের দৈনিক রাশিফল: ব্যবসায় সতর্ক থাকতে হবে, প্রেমজীবন আবার ভালো হবে

Gemini Horoscope Today: আজ মিথুন রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন।

Gemini Horoscope Today: আজ (শুক্রবার, ২৪ জুন) কেমন কাটবে মিথুন রাশির জাতকদের, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। সার্বিকভাবে কেমন দিন কাটবে; প্রেমজীবন, স্বাস্থ্য ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।

মিথুন রাশি

দিনটা মোটামুটি কাটবে। আর্থিক দিক থেকে কিছুটা সমস্যার মুখে পড়তে পারেন। যে মিথুন রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের সতর্ক থাকতে হবে। নয়া কোনও চুক্তি স্বাক্ষরের আগে সতর্ক থাকুন।

কর্মক্ষেত্রে কেউ কেউ আপনার সহকর্মীদের মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সেই পরিস্থিতির মোকাবিলার করতে পারবেন। কর্মক্ষেত্রে নয়া কোনও প্রযুক্তি আসতে পারে। সেই প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগবে। তবে ঘাবড়াবেন না। শীঘ্রই পুরো বিষয়টি বুঝে যাবেন।

আরও পড়ুন: Ambubachi 2022: রবিবার পর্যন্ত চলবে অম্বুবাচী, এর মধ্যে ভুলেও কোন কাজগুলি করবেন না

পরিবারের কারও শরীর খারাপ হতে পারে। তাঁর পাশে থাকার চেষ্টা করুন। প্রেমজীবনের ক্ষেত্রে পরিস্থিতি ভালো হতে পারে। যে মিথুন রাশির জাতকরা এখনও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েননি, তাঁরা জীবনসঙ্গীর খোঁজ করবেন। কোথাও ঘুরতে যেতে পারেন, যাতে সময়টা আরও ভালো কাটে।

লাকি নম্বর: দুই।

লাকি কালার: রুপোলি।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)

বন্ধ করুন