মিথুনের দৈনিক রাশিফল: সোমবার কেমন কাটবে আপনার? জানুন আপনার ভাগ্য
1 মিনিটে পড়ুন . Updated: 27 Jun 2022, 07:46 AM IST- Gemini Horoscope Today: আজ মিথুন রাশির জাতকদের কেমন কাটবে, তা দেখে নিন।
Gemini Horoscope Today: আজ (সোমবার, ২৭ জুন) কেমন কাটবে মিথুন রাশির জাতকদের, তা জানাচ্ছেন জ্যোতিষীরা। সার্বিকভাবে কেমন দিন কাটবে; প্রেমজীবন, স্বাস্থ্য ও কেরিয়ার কেমন থাকবে, তা জেনে নিন।
মিথুন রাশি- কর্মক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। মায়ের থেকে অর্থ লাভ হবে। বন্ধুদের সহযোগিতায় ব্যবসায় উন্নতি হবে। মনে অস্থিরতা থাকবে। ধৈর্যের অভাব হবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। গাড়ির রক্ষণাবেক্ষণে খরচ বাড়তে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে।
শুভ সংখ্যা: ১৮।
শুভ রং: লাল।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে যে সব কথা বলা হয়েছে, তা পুরোপুরি সঠিক হবে, এমন দাবি করছে না হিন্দুস্তান টাইমস বাংলা। পুরোটাই জ্যোতিষীদের বক্তব্য তুলে ধরা হয়েছে।)