বাংলা নিউজ > ভাগ্যলিপি > মার্চের শেষদিন থেকে ভালো সময় শুরু হবে এই রাশিগুলির, থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ

মার্চের শেষদিন থেকে ভালো সময় শুরু হবে এই রাশিগুলির, থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ

আগামী ৩১ মার্চ রাশি পরিবর্তন করতে চলেছেন শুক্রদেব। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

শুক্রদেব শুভ হলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়।

আগামী ৩১ মার্চ রাশি পরিবর্তন করতে চলেছেন শুক্রদেব। সেদিন থেকে কুম্ভ রাশিতে থাকবেন। জ্যোতিষশাস্ত্রে শুক্রের বিশেষ গুরুত্ব আছে। শুক্রদেব শুভ হলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। চলতি মাসের শেষদিন থেকে কোন রাশির জাতকদের শুভ সময় শুরু হবে, তা দেখে নিন -

মেষ রাশি

১) আত্মবিশ্বাস বাড়বে।

২) অর্থ লাভ হবে। তার ফলে আর্থিক অবস্থা মজবুত হবে।

৩) বাবার সহযোগিতায় বাড়ি কিনতে পারেন।

৪) পড়াশোনায় আগ্রহ বাড়বে।

৫) পারিবারিক জীবন সুখকর হবে।

৬) উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। লাভবান হবেন।

৭) দাম্পত্য জীবন সুখকর হবে।

তুলা রাশি

১) চাকরিতে বদলির সম্ভাবনা আছে। এমনকী চাকরি পালটানোর সম্ভাবনাও তৈরি হচ্ছে।

২) আয় বাড়বে।

৩) বন্ধুর সহযোগিতায় অর্থ লাভের যোগ তৈরি হচ্ছে।

৪) ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।

৫) নয়া কাজ শুরুর জন্য ভালো সময়।

বৃশ্চিক রাশি

১) গবেষণা সংক্রান্ত কাজে আয় হতে পারে।

২) রাগ কমে যাবে।

৩) পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।

৪) কোনও বন্ধুর সহযোগিতায় ব্যবসার উন্নতি হবে।

৫) নয়া ব্যবসা নিয়ে যদি কোনও পরিকল্পনা করে থাকেন, তাহলে তা সফল হতে পারে।

৬) কাজে সাফল্য মিলবে।

মকর রাশি

১) আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন।

২) শিক্ষা সংক্রান্ত মনোযোগ দিন।

৩) ব্যবসার অবস্থার উন্নতি হবে।

৪) পরিবারে সুখ-শান্তি থাকবে।

৫) পরিবারে ধর্মীয় কাজ হতে পারে।

৬) উপহার হিসেবে জামাকাপড় পেতে পারেন।

৭) দীর্ঘ যাত্রার যোগ তৈরি হচ্ছে। সেই যাত্রা সফলও হবে।

বন্ধ করুন