হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর কৃপা যে সমস্ত রাশির ওপর পড়ে, সেই রাশিকে সবচেয়ে বেশি শুভ বলে মনে করা হয়। বৃহস্পতিবার ও শুক্রবারে দেবী লক্ষ্মীর পুজো বহু বাড়িতে হয়। মনে করা হয়, যে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সেখানে অর্থ সংকট প্রবেশ করতে পারে না। দেবী লক্ষ্মীর কৃপা বহু রাশিতে পড়তে শুরু করে উন্নতির রাস্তা স্পষ্ট করে জাতক জাতিকাদের। দেখা যাক, দেবী লক্ষ্মীর কৃপাধন্য রাশি কী কী।
বৃহস্পতিবার ও শুক্রবার দেবী লক্ষ্মীকে পদ্ম কিম্বা গোলাপী রঙের ফুল দিয়ে বিশেষভাবে পুজো করা হয় বহু গৃহস্থে। দেবীর আরাধনায় নানান আয়োজন করা হয়। তবে দেবী লক্ষ্মীও তাঁর কিছু প্রিয় রাশির উপর বেশি আস্থা রাখেন। দেখা যাক, দেবী লক্ষ্মীর আশীর্বাদধন্য রাশি কী কী?
বৃষ
বৃষ রাশির জাতক জাতিকার উপর মা লক্ষ্মীর ব্যাপক কৃপা থাকে।এই রাশির জাতক জাতিকাদের সাধারণত ধন ও সম্পত্তি নিয়ে সেভাবে ভাবতে হয় না। পরিশ্রম করলেই তা সহজে আসতে থাকে। বাধা বিঘ্নর সময় দেবী পরীক্ষা নেন ধৈর্যের। তারপরই দেখা যায় দেবী কৃপায় এই রাশির জাতক জাতিকারা সুখের মুখ দেখছেন। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক কষ্ট সেভাবে এঁদের হয় না।
সিংহ
সিংহ রাশির জাতক জাতিকারা খুবই জোরদার মনের মানুষ হনষ এঁরা একবার কিছু ঠিক করে ফেললে, সেখান থেকে এঁদের কেউ সরাতে পারে না। এই রাশির জাতক জাতিকারা সর্বক্ষেত্রে লাভবান হন। সব দিক থেকে এঁরা সৌভাগ্যের অধিকারী হন। নিজের পরিশ্রমের মাধ্যমে এই রাশির জাতক জাতিকারা নানান জিনিস লাভ করেন। সাধারণত এঁরা কারোর থেকে আর্থিক সাহায্য নেন না।
তুলা
ধন ও ঐশ্বর্য এঁদের কাছে এসে যায় দেবী লক্ষ্মীর কৃপায়। এই রাশির জাতক জাতিকার উপর লক্ষ্মীদেবীর বিশেষ কৃপা থাকে। সুখ সম্পত্তির অধিকারী হন এই রাশির জাতক জাতিকারা। আর্থিক সমস্যা থেকেও এঁরা সহজেই রেহাই পান।
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকারা প্রচণ্ড মেহনতি। এঁদের পরিশ্রমই এঁদের বড় বিষয়। এঁরা পরিশ্রমের দ্বারা অনেক কিছুই জয় করে নিতে পারেন। এঁদের কাছে ধনসম্পত্তির কোনও কমতি থাকে না।
মীন
মীন রাশির জাতক জাতিকারাও দেবী লক্ষ্মীর খুভই প্রিয় বলে মনে করা হয়। নিজের পরিশ্রমে এঁরা ঘরে ধন সম্পত্তি আনেন। এঁদের আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে থাকে। এঁরা পৈতৃক সম্পত্তি থেকেও লাভ পান।
( এই প্রতিবেদন মান্যতাধর্মী। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)