জ্যোতিষ গণনা বলছে, যে ৪ টি রাজযোগ ২০ বছর বাদে আসতে চলেছে তা হল, সৎকীর্তি যোগ, এছাড়াও রয়েছে হর্ষ যোগ, ভারতী ও বরিষ্ট যোগ। বলা হচ্ছে, এই রাজযোগগুলির প্রভাব সমস্ত রাশিগুলির ওপর পড়বে। তবে এর শুভ ফল পেতে চলেছে বিশেষ ৩ রাশি। একনজরে দেখা যাক, কোন কোন রাশি পেতে চলেছে শুভ ফল।
1/5জ্য়োতিষ শাস্ত্র মতে, বিভিন্ন গ্রহের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছে। জ্যোতিষমতে বলা হচ্ছে, আসন্ন সময়ে ৪ টি রাজযোগ একসঙ্গে আসতে চলেছে। ২০ বছর পর ৪ টি পর পর ধনযোগের ফলে ১২ রাশিতেই কম বেশি প্রভাব পড়তে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর প্রভাব পড়বে।
2/5জ্যোতিষ গণনা বলছে, যে ৪ টি রাজযোগ ২০ বছর বাদে আসতে চলেছে তা হল, সৎকীর্তি যোগ, এছাড়াও রয়েছে হর্ষ যোগ, ভারতী ও বরিষ্ট যোগ। বলা হচ্ছে, এই রাজযোগগুলির প্রভাব সমস্ত রাশিগুলির ওপর পড়বে। তবে এর শুভ ফল পেতে চলেছে বিশেষ ৩ রাশি। একনজরে দেখা যাক, কোন কোন রাশি পেতে চলেছে শুভ ফল।
3/5মকর- একসঙ্গে ৪ টি ধনরাজযোগ খুবই লাভদায়ক প্রমাণিত হতে পারে। চাকরিরতরা কর্মস্থলে পেতে চলেছেন নকুন দায়িত্ব। আকস্মিক ধনলাভ হতে পারে। আর্থিক দিক থেকে পরিস্থিতি লাভপ্রদ মনে হতে পারে। বিদেশযাত্রাও রয়েছে এই ধনযোগের ফলে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। কোনও বিনিয়োগ করলে পাবেন লাভ।
4/5মিথুন-যে কাজে হাত দেবেন তাতেই পাবেন অপার সাফল্য। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাবেন অপার সাফল্য। কোথাও ব্যবসায়িক কাজে যাত্রা করতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে তা সম্ভব হবে। কোনও কাজ আটকে থাকলে তা সম্পন্ন হবে।
5/5কন্যা- এই ৪ ধনরাজযোগ একসঙ্গে আপনাদের জীবনে শুভ প্রভাব ফেলতে চলেছে। আইনি কোনও মামলায় আপনি পাবেন সাফল্য। দাম্পত্য জীবনে আসবে সুখ। অংশিদারির কাজে পাবেন সাফল্য। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা।) . REUTERS/Lisa Leutner