নভেম্বর বৃহস্পতির মার্গী অবস্থানের ফলে তৈরি হবে রা... more
নভেম্বর বৃহস্পতির মার্গী অবস্থানের ফলে তৈরি হবে রাজযোগ। এদিকে নভেম্বর মাসেই ১ ও ২ তারিখ রয়েছে জগদ্ধাত্রী পুজোর তিথি। সেই মাসেই তৈরি হচ্ছে বিশেষ এক রাজযোগ। তারফলে তিনটি রাশি বিশেষভাবে ভাগ্যবান হতে চলেছে। বৃহস্পতির এই মার্গী অবস্থানের ফলে কোন কোন সুখ, সুবিধা ও উন্নতির মুখ তিন বিশেষ রাশি দেখতে চলেছে দেখে নেওয়া যাক।
1/5আসন্ন বৃহস্পতির অবস্থান বদল। জ্যোতিষমতে মনে করা হচ্ছে যে, ওই অবস্থানের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা খুবই লাভবান হতে চলেছেন। এই সময় যাঁরা চাকরির সন্ধান করছেন এমন অনেকেরই সুখবর আসতে পারে। মূলত, বৃহস্পতি এবার মার্গী হতে চলেছে। ফলে নভেম্বর মাসে তৈরি হবে রাজযোগ।
2/5২৪ নভেম্বর বৃহস্পতির মার্গী অবস্থানের ফলে তৈরি হবে রাজযোগ। এদিকে নভেম্বর মাসেই ১ ও ২ তারিখ রয়েছে জগদ্ধাত্রী পুজোর তিথি। সেই মাসেই তৈরি হচ্ছে বিশেষ এক রাজযোগ। তারফলে তিনটি রাশি বিশেষভাবে ভাগ্যবান হতে চলেছে। বৃহস্পতির এই মার্গী অবস্থানের ফলে কোন কোন সুখ, সুবিধা ও উন্নতির মুখ তিন বিশেষ রাশি দেখতে চলেছে দেখে নেওয়া যাক।(ছবি সৌজন্য ফেসবুক)
3/5মিথুন- বৃহস্পতির এই অবস্থানের ফলে নভেম্বরের শেষ থেকে মিথুন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করছেন। এই সময় নতুন চাকরির সন্ধান পেতে পারেন। কর্মস্থলে রোজগার বাড়বে, একইসঙ্গে বাড়বে দায়িত্ব। পরিবারে খুশি লেগেই থাকবে। চাকরিতে পরিবার্তনের যোগ হবে। যার লাভের ফল আপনি পাবেন।
4/5কর্কট- গুরুগ্রহ মার্গী হওয়ার ফলে কর্কট রাশি সুখের মুখ দেখতে পাবে। এরফলে আমদানি ভালো হবে। আয়ের নানান উৎস খুঁজে পাওয়া যাবে। মা বাবার সহযোগিতা পাওয়া যাবে। কোনও বড় সম্পত্তি বা গাড়ি কিনতে পারবেন। আর্থিক স্থিতি আগের থেকে ভালো হবে। বিদেশে কোথাও ঘুরতে যেতে পারবেন। ব্যবসাতেও আর্থিক সাফল্য আসবে। টাকা রোজগার বাড়বে। বৈবাহিক জীবনে খুশি আসন্ন।
5/5বৃষ- জ্যোতিষমতে বৃষ রাশির জাতক জাতিকারা খুবই লাভবান হবেন গুরুগ্রহের এই মার্গী অবস্থানের ফলে। আর্থিক উন্নতি ক্রমেই হতে থাকবে। অফিসের সকলের থেকে পাবেন সাহায্য। আর্থিক লাভ হবে। বাবার সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। কাজের জায়গায় প্রোমোশন হবে। (এই তথ্য মান্যতার ওপর নির্ধারিত, তা নিশ্চিত করে না হিন্দুস্তান টাইমস বাংলা): ছবিটি প্রতীকী (সৌজন্য ফেসবুক)