জ্যোতিষশাস্ত্রমতে গুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন খুব শিগগিরই। আর গুরুর এই চলন জ্যোতিষমতে সমস্ত রাশিতে প্রভাব ফেলতে চলেছে। উল্লেখ্য, একটি রাশিচক্র পূরণ করতে গুরু বৃহস্পতির ১২ বছর লেগে যায়। এছাড়াও নির্দিষ্ট একটি সময় পর পর গুরু নিজের অবস্থান পাল্টায়। তারও প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের মধ্যে পড়ে। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন আসন্ন বৃহস্পতির মার্গী চালের জেরে।
কর্কট
এই রাশির একাদশভাবে গুরু মার্গী হতে আরম্ভ করবেন। এই সময় অপ্রত্যাশিতভাবে বহু টাকা পাবেন এই রাশির জাতক জাতিকারা। দীর্ঘ দিন ধরে কোনও উদ্যোগ নিয়ে থাকলে, সেই চেষ্টার ফল এবার পাবেন। আপনার ইচ্ছা পূরণ হবে। চাকরিতে আসবে সাফল্য। ব্যবসায় লাভ পাবেন। পর্যাপ্ত মাত্রায় টাকা রোজগার করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
কন্যা
গুরুর এই চালে বদল, আপনার জন্য খুবই শুভ। কেরিয়ারের দিক থেকে জীবনে নানান ধরনের খুশি, আনন্দ আসতে থাকবে। ব্যবসায় খুব লাভ আসবে। জীবনে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যা এবার কেটে যাবে। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। টাকা রোজগার খুব করতে পারবেন। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে।সৌভাগ্যের কারণেই গুরুর কৃপায় হাতে আসবে টাকা।
ধনু
গুরুর সোজাপথে চলা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। এই রাশির আয়ে অপ্রত্যাশিত বৃদ্ধি হতে পারে। ঋণের মাধ্যমে লাভ হতে পারে। আপনার অফিসে কাজ দেখে কোনও উচ্চ পদস্থ কর্তা আপনাকে কোনও বড় কাজ দিতে পারেন। ব্যবসার দিক থেকে আপনার লাভ আছে। জীবনে সুখ শান্তি তাড়াতাড়ি আসবে। প্রেম জীবন নিয়ে সামান্য আবেগঘন সময় চলবে।
কোন সময়ে মার্গী চাল শুরু করবেন বৃহস্পতি?
আগামী ৪ ফেব্রুয়ারি রয়েছে বৃহস্পতির এই অস্ত। সেদিন দুপুর ৩ ০৯ মিনিটে বৃষ রাশিতে বৃহস্পতি মার্গী হতে চলেছেন। আর বৃহস্পতির এই সোজা চালে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)