বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিনটি বহু রাশির জাতক জাতিকাদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ দিন। ২০২৫ সালের মকর সংক্রান্তিতে তৈরি হতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এই অর্ধকেন্দ্র যোগ নির্মাণের ফলে গুরু বৃহস্পতি আর মঙ্গল একে অপরের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে অবস্থানে করবেন। ফলে তৈরি হবে অর্ধকেন্দ্র যোগ। যার প্রভাব সমস্ত রাশিতে তৈরি হবে। বৃষ রাশিতে বর্তমানে রয়েছেন গুরু বৃহস্পতি আর কর্কট রাশিতে রয়েছেন মঙ্গল। ১৪ জানুয়ারি, ২০২৫ এর সকাল ৮ টা ৩৭ মিনিটে মঙ্গল আর গুরু একে অপরের ৪৫ ডিগ্রি কোণে অবস্থানের জেরে বহু রাশিতে তার প্রভাব পড়বে। তার ফলে কারা লাকি হবেন, দেখা যাক।
মেষ
এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্রে সাফল্য পাবেন। সঙ্গে সঙ্গেই খুবই টাকা রোজগার করতে পারবেন। চাকরি আর ব্যবসার দিক থেকে আপনি ভাগ্যের সহযোগিতা পাবেন। আপনি নতুন চাকরির অফার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশি সূত্র থেকে আপনি ভালো টাকা রোজগার করতে পারবেন। সম্পর্ক ভালোর দিকে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।
( Shukra and Rahu yuti: দৈত্যগুরু শুক্রের সঙ্গে রাহুর যুতি আসছে! ভাগ্যে তুলকালাম উন্নতি মেষ সহ ৩ রাশির)
কর্কট
আপনার কাজের প্রশংসা হবে। জাতক জাতিকারা তাঁদের দ্বারা কোনও চেষ্টায় বিপুল সাফল্য পাবেন। আপনার কাজের প্রশংসা হবে। উন্নতির যোগ তৈরি হবে। ব্যবসায় বুঝে শুনে সিদ্ধান্ত নিন। টাকা সঞ্চয় করতে পারবেন।
সিংহ
মঙ্গল ও গুরুর অর্ধকেন্দ্র যোগ লাভকারী হতে পারে। এই রাশির জাতক জাতিকারা এই সময় সামান্য আধ্যাত্মের দিকে ঝুঁকে থাকবেন। কোথাও ধার্মিক যাত্রা করতে পারেন। নতুন চাকরির জন্য স্থান পরিবর্তনের যোগ রয়েছে। তবে এতে দারুন লাভ পাবেন কেরিয়ারে। পেশাদারভাবে ব্যবসা পরিচালনা করলে, বিপুল লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। মুনাফা বাড়বে।
তুলা
অর্ধকেন্দ্র যোগ বহু রাশির জাতক জাতিকাদের জন্য সুখের দিন ডেক আনবে। কাজের সূত্রে কোথাও যাত্রা করতে পারেন। ভালো সাফল্য আসতে পারে। মঙ্গলের কৃপায় বাড়বে আত্মবিশ্বাস। প্রেম জীবন ভালোর দিকে যেতে পারে। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মনের কথা সঙ্গীকে খুলে বলুন। গুরু বৃহস্পতির কৃপায় আপনার জীবনে নানান ধরনের সুখ আসবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )