Guru Margi 2022 Benefits: হাতে পড়ে আছে মাত্র ছয়দিন। তারপরই মার্গী হবেন বৃহস্পতি। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১২ টি রাশির জাতকদের উপরই প্রভাব পড়বে। কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন।
1/6আগামী ২৪ নভেম্বর মার্গী হতে চলেছেন বৃহস্পতি। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে ধনের কারক, ঐশ্বর্য, সম্পদের মতো কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। সেই পরিস্থিতিতে পাঁচটি রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে।
2/6মেষ রাশি- মেষ রাশির দ্বাদশ স্থানে মার্গী হতে চলেছেন বৃহস্পতি। তার ফলে মেষ রাশি জাতকদের অর্থলাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিবারে কোনও মাঙ্গলিক কাজের পরিকল্পনা হতে পারে। যাঁরা চাকরি করেন, তাঁদের উন্নতির পথ প্রশস্ত হবে। চাকরিতে নয়া সুযোগ মিলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6কর্কট রাশি- বৃহস্পতি মার্গী হওয়ার ফলে কর্কট রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট রাশির জাতকদের জীবনে সমস্যায় ইতি পড়বে। কাজের জন্য কোথাও যেতে হতে পারে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁর শুভ খবর পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/6সিংহ রাশি- দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার ফলে সিংহ রাশির জাতকদের জীবন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। সিংহ রাশির ষষ্ঠ স্থানে মার্গী হচ্ছেন বৃহস্পতি। এই সময় নয়া চাকরির প্রস্তাব মিলতে পারে। আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। বিনিয়োগ করলে লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/6কন্যা রাশি- কন্যা রাশির সপ্তম স্থানে মার্গী হবেন বৃহস্পতি। তার ফলে কন্যা রাশি জাতকরা শুভ ফল লাভ করবেন। ভাইবোনের সহযোগিতা মিলবে। যে কন্যা রাশির জাতকরা চাকরি করেন, তাঁরা চাকরির ক্ষেত্রে বড়সড় সাফল্য পাবেন। উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে সহযোগিতা মিলবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন।
6/6বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির পঞ্চম স্থানে মার্গী হতে চলেছেন বৃহস্পতি। ভাগ্যের সহায়তা মিলবে। নয়া কোনও কাজ শুরু করতে পারেন। মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে নয়া দায়িত্ব মিলতে পারে।