জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতির আলাদা মাহাত্ম্য রয়েছে। বহু রাশি দেবগুরুর কৃপায় লাভের মুখ দেখে থাকেন। দেব গুরুর সঠিক অবস্থানের জাতক জাতিকার ভাগ্যেও বিশাল পরিবর্তন দেখা যায়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি তাঁর নক্ষত্রের গোচর করে ফেলেছেন। ফলে বহু রাশির জন্য ভালো সময় শুরু হয়ে গিয়েছে। আর কতদিন সেখানে থাকবেন, তাও রইল। কারা কারা এই সময়কালে সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন, দেখে নিন।
সিংহ
প্রতিটি ক্ষেত্রে অপার ধন সম্পত্তি পেতে পারেন। আপনার কাজের প্রশংসা সব দিক থেকে হবে। সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক হবে। এরসঙ্গেই বেতন বৃদ্ধির যোগ থাকবে। এছাড়াও এই সময় পদোন্নতির যোগ শুরু হবে। আপনার কথা বলার ধরণ খুব সুন্দর বলে, এই সময়কাল দারুন ভালো কাটবে। যার দারুন ফলাফল পাওয়া যাবে। পৈতৃক সম্পত্তির দিক থেকে লাভবান হবেন। সেখান থেকে অপ্রত্যাশিত লাভ পাবেন। যাঁরা বিনিয়োগের বিষয়ে ভাবছেন, তাঁরা পাবেন বিপুল লাভ। প্রেম জীবন ভালো কাটবে। পার্টনারের সঙ্গে মন খুলে কথা হবে।
বৃশ্চিক
এই রাশির জাতক জাতিকারা, খুব ভালো ভালো কিছু সুযোগ হাতে পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি প্রভূত লাভ করতে পারবেন। অংশীদারির কাজে দারুন লাভ পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যেতে চলেছে। আগে যে বিনিয়োগ করেছিলেন, তা থেকে পাবেন হু হু করে লাভ। আয় আগের থেকে ভালোর দিকে যাবে। টাকার সঙ্গে জড়িত সমস্ত ঘটনা থেকে আপনি লাভ করতে থাকবেন। আয় হু হু করে বাড়বে। আপনার ভালো রিটার্ন আসবে। পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে।
মকর
আপনার বুদ্ধি আপনার আয় বৃদ্ধির সহায়ক হবে। শিক্ষার ক্ষেত্র থেকে বিপুল লাভ হবে। আপনার আপনার চাকরিতে বিপুল সাফল্য় পাবেন। টাকা পয়সার দিক থেকে বিপুল উন্নতি পাবেন। বহু আর্থিক সংকট থেকে পাবেন মুক্তি। না বুঝে শুনে কোনও বেকার খরচ করবেন না। প্রেম জীবন আগের থেকে ভালোর দিকে যেতে চলেছে। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটবে। সন্তানের থেকে কোনও ভালো খবর পাবেন।
কবে এই নক্ষত্র গোচর হয়েছে?
গত নভেম্বর মাসে গুরু, রোহিনী নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে। আর চন্দ্রের নক্ষত্র রোহিনীতে গুরু থাকবেন এপ্রিল মাস পর্যন্ত। তারফলে সব রাশিতেই প্রভাব শুরু হয়ে গিয়েছে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইম বাংলা।)