Guru Uday 2023 Career Astrology: ২০২৩ সালের গোড়ার দিকে উদিত হচ্ছেন বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেবগুরু বৃহস্পতি উদিত হওয়ার ফলে একাধিক রাশির জাতকরা কেরিয়ারের ক্ষেত্রে নয়া উড়ান ধরবেন। জীবনে মিলবে ব্যাপক সাফল্য। কাদের কাদের ভাগ্য সেরকম থাকবে, তা দেখে নিন -
1/5আগামী মার্চে উদিত হতে চলেছেন বৃহস্পতি। যে গ্রহকে শিক্ষা, অর্থ, বৈভব, ঐশ্বর্য, বৈবাহিক জীবনের মতো বিষয়ের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতি উদিত হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। চমকাবে ভাগ্য।
2/5মিথুন রাশি- বৃহস্পতি উদিত হওয়ার ফলে কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতকদের উন্নতি হবে। যে মিথুন রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের উন্নতির পথ প্রশস্ত হচ্ছে। পছন্দের জায়গায় বদলি হবেন। ব্যবসায়ীরা ভালো মুনাফা কামাবেন। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা সাফল্য পাবেন। তাঁরা চাকরি পাবেন।
3/5কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের জন্য বৃহস্পতি উদিত হওয়ার বিষয়টি অত্যন্ত শুভ হতে চলেছে। বৃহস্পতি উদিত হওয়ার ফলে ভাগ্যোদয় হবে কর্কট রাশির জাতকদের। কোথাও ঘুরতে যেতে পারেন। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। সেইসঙ্গে হাতে টাকা আসতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5কুম্ভ রাশি- দেবগুরু বৃহস্পতি উদিত হওয়ার ফলে আর্থিক দিক থেকে কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। যদি কাউকে কোনও অর্থ ধার দিয়ে থাকেন, এই সময় তা ফেরত পারেন। সার্বিকভাবে ধনলাভের সুযোগ আছে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য লাভ করবেন।
5/5মীন রাশি- উদিত বৃহস্পতির প্রভাবে মীন রাশির জাতকদের হাতে আচমকা টাকা আসবে। আটকে থাকা অর্থ ফেরত পাবেন। যাঁরা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, তাঁরা উদিত বৃহস্পতির কৃপায় সাফল্য লাভ করবেন। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে।