জয় শ্রী রাম
হনুমান জি কে প্রসন্ন করার বিশেষ কিছু উপায়
হিন্দু ধর্মে হনুমানজির খুবই মাহাত্ম্য আছে ৷মনে করা হয় হনুমানজির পূজা পাঠের মাধ্যমে সমস্ত কষ্ট দূর করা সম্ভব৷ধার্মিক মান্যতা অনুসারে মনে করা হয় শ্রী রামচন্দ্রের আজ্ঞা অনুসারে আজও হনুমানজি ভক্তদের রক্ষা এবং কল্যাণের জন্য পৃথিবীতে বাস করেন ৷তাই বিশ্বাস করা হয় শুধুমাত্র মঙ্গলবার বজরংবলীর পুজো করে তাকে প্রসন্ন করে জাগতিক যেকোনো সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব ৷
আমরা এখন দেখে নেব হনুমান জি কে পুজো করার বিশেষ কিছু উপায়
ধনসম্পত্তি বৃদ্ধির জন্য প্রত্যেকদিন ঘুমানোর আগে হনুমানজির সামনে সরষের তেলের প্রদীপ জ্বালতে হবে প্রদীপটি অবশ্যই যেন মাটির প্রদীপ হয়এবং হনুমান চল্লিশা পাঠ করতে হবে জ্যোতিষশাস্ত্র মতে এর ফলে আর্থিক দিক থেকে সমস্ত সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব
শত্রুতা থেকে মুক্তি লাভের জন্য বিশেষ উপায়
যদি আপনার বিরোধীদের দ্বারা আপনার জীবন কণ্টকময় হয়ে উঠেছে তাহলে হনুমান জীর চিত্র ঘরে নিয়ে আসুন বিশেষ করে পঞ্চমুখী হনুমান জির চিত্র ৷চিত্রটি কে বাড়িতে এমন ভাবে স্থাপন করবেন যাতে চিত্রটির মুখ দক্ষিণ দিকে থাকে চিত্রটিতে রোজ ধূপ এবং কর্পুর দিয়ে আরতি করে প্রার্থনা করবেন এতে বিরোধীরা শান্ত হবে এবং ধন বৃদ্ধির রাস্তা ও এর সঙ্গে সঙ্গে প্রশস্ত হবে ৷
ক্লেশ দূর করার উপায়
প্রত্যেক মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজি কে মিষ্টি পান দিন মিষ্টি পান কিন্তু অনেক দেবদেবীরই ভীষণ প্রিয় ৷তবে পূজাতে কিন্তু সর্বদাই মিষ্টি পান দেওয়া হয়ে থাকে। এবার দেখে নেয়া যাক এই এই পানে কি কি দিতে হয়
(উপরোক্ত তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত)