শনিবারের দিন শনিদেবকে সমর্পিত। এদিন বিধি মেনে শনির পুজো করা উচিত। জ্যোতিষে শনিকে পাপী ও নিষ্ঠুর গ্রহ মনে করা হয়। শনির অশুভ প্রভাবে ব্যক্তির জীবন প্রভাবিত হয়। শনির অশুভ ফলাফল প্রদান করলে ব্যক্তিকে জীবনে নানান সমস্যার মুখে পড়তে হয়। আবার শনি শুভ হলে ব্যক্তির জীবন সুখ-সুবিধায় ভরে যায়। শনি পথের ভিখারিকেও রাজা বানাতে পারে। শনিকে প্রসন্ন করে তাঁর আশীর্বাদ লাভের জন্য শনিবারের দিনে দশরথ কৃত শনি স্তোত্র পাঠ করা উচিত। এ ছাড়াও প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে পারেন। মনে করা হয়, শনিকে প্রসন্ন করার জন্য এই স্তোত্র রচনা করেছিলেন রাজা দশরথ--
নমঃ কৃষ্ণায় নীলায় শিতিকণ্ঠনিভায় চ।
নমঃ কালাগ্নিরূপায় কৃতান্তায় চ বৈ নমঃ।।
নমো নির্মাংস দেহায় দীর্ঘশ্মশ্রুজটায় চ।
নমো বিশালনেত্রায় শুষ্কোদর ভয়াকৃতে।।
নমঃ পুষ্কলগাত্রায় স্থূলরোম্ণেথ বৈ নমঃ।
নমো দীর্ঘায়ুশুষ্কায় কালদষ্ট্র নমোস্তুতে।।
নমস্তে কোটরাক্ষায় দুর্ণিরীক্ষ্যায় বৈ নমঃ।
নমো ঘোরায় রৌদ্রায় ভীষণায় কপালিনে।।
নমস্তে সর্বভক্ষায় বলীমুখায় নমোস্তুতে।
সূর্যপুত্র নমস্তেস্তু ভাস্করে ভয়দায় চ।।
অধোদৃষ্টে নমস্তেস্তু সংবর্তক নমোস্তুতে।
নমো মন্দগতে তুভ্যং নিরিস্ত্রণায় নমোস্তুতে।।
তপসা দগ্ধদেহায় নিত্যং যোগরতায় চ।
নমো নিত্যং ক্ষুধার্তায় অতৃপ্তায় চ বৈ নমঃ।।
জ্ঞানচক্ষুর্নমস্তেস্তু কশ্যপাত্মজ সূনবে।
তুষ্টো দদাসি বৈ রাজ্যং রুষ্টো হরসি তৎক্ষণাৎ।।
দেবাসুরমনুষ্যাশ্চ সিদ্ধিবিদ্যাধরোরগাঃ।
ত্বয়া বিলোকিতাঃ সর্বে নাশংয়ান্তি সমূলতঃ।।
প্রসাদ কুরু মে দেব বারাহোহমুপাগত।
এবং স্তুতস্তদ সৌরিগ্র্রহরাজো মহাবলঃ।।