দোলযাত্রা ঘিরে ১৪ মার্চ ২০২৫র দিনের শুরু থেকেই সাজো সাজো রব। এদেশে বহু উৎসবের তালিকার মধ্যে এই দোলযাত্রাও একটি বড় উৎসব। এদিকে, হিন্দুশাস্ত্রমতে ফাল্গুনী পূর্ণিমায় পালিত হয় এই উৎসব। এদিকে, দোল যাত্রা ঘিরে এই পূর্ণিমা তিথি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তিথি শেষ কখন হবে? আর কতক্ষণ রয়েছে এই ফাল্গুনী পূর্ণিমার তিথি।
দোল পূর্ণিমা:-
মূলত, দোল পূর্ণিমা ২০২৫ সালে ১৩ মার্চ শুরু হলেও, দোলের উৎসব ১৪ মার্চ উদযাপিত হবে। এই বিশেষ দিন উপলক্ষ্যে দেশ সেজে ওঠে রঙের খেলায়। দেশ জুড়ে পালিত হয় হোলি। বাংলার বুকে তা দোলযাত্রা হিসাবে পরিচিত। এদিকে, দোলের দিন বহু বাঙালি গৃহস্থে রাধা-গোবিন্দের পুজো করা হয়। বিভিন্ন দিক থেকে এই পূর্ণিমার রয়েছে আলাদা তাৎপর্য। দেখে নেওয়া যাক, আজ ১৪ মার্চ এই পূর্ণিমার তিথি কতক্ষণ থাকছে।
দোল পূর্ণিমার তিথি:-
বিশুদ্ধ পঞ্জিকামতে, ১৩ মার্চ বেলা ১০ টা ৩৭ মিনিট থেকে দোল পূর্ণিমার তিথি পড়েছিল। আর তিথি শেষ হচ্ছে ১৪ মার্চ, শুক্রবার বেলা ১২ টা ২৫ মিনিটে। গুপ্তপ্রেস পঞ্জিকার মতে, পূর্ণিমা তিথি ১৩ মার্চ বৃহস্পতিবার শুরু হয়েছিল সেদিন। বেলা ১০ টা ২২ মিনিট, ২৩ সেকেন্ডে শুরু হয় তিথি। আর তা শেষ হতে চলেছে, ১৪ মার্চ, অর্থাৎ আজ শুক্রবার বেলা ১১ টা ৩৩ মিনিট ৪৯ সেকেন্ডে।
চন্দ্রগ্রহণ ২০২৫:-
বছরের প্রথম চন্দ্রগ্রহণও রয়েছে আজ দোলের দিন। এরই সঙ্গে আজ আকাশে বিরল 'রক্তচাঁদ' দেখা যেতে চলেছে। ভারত থেকে চন্দ্রগ্রহণ না দেখা গেলেও, বিশ্বের নানান প্রান্তের বহু দেশ থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হয়ে গিয়েছে সকাল ৯ টা ২৬ মিনিট থেকে। চলবে বিকেল ৩টে ৩২ মিনিট পর্যন্ত।