বৃহস্পতি ও চন্দ্রের যুতিতে তৈরি হচ্ছে, গজকেশরী রাজযোগ। ৮ মার্চ রয়েছে হোলির উৎসব। আর তারপর ২২ এপ্রিল মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। এই সময়, বৃহস্পতি ও চাঁদ এক জায়গায় থাকার ফলে তৈরি হতে চলেছে গজকেশরী রাজযোগ।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা গোচরের সময় বেশ কয়েকটি শুভ ও অশুভ যোগ তৈরি করে। যার প্রভাব মানবজীবনে দেখা যায়। এদিকে, আসন্ন হোলি উৎসবে একের পর এক শুভ যোগ তৈরি হতে চলেছে। ৮ মার্চ রয়েছে হোলি উৎসব। আর সেই সময়ের পরই তৈরি হচ্ছে শুভ গজকেশরী যোগ। যার ফলে বহু রাশি হতে চলেছে লাভবান।
2/5উল্লেখ্য, এবার বৃহস্পতি ও চন্দ্রের যুতিতে তৈরি হচ্ছে, গজকেশরী রাজযোগ। ৮ মার্চ রয়েছে হোলির উৎসব। আর তারপর ২২ এপ্রিল মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। এই সময়, বৃহস্পতি ও চাঁদ এক জায়গায় থাকার ফলে তৈরি হতে চলেছে গজকেশরী রাজযোগ। দেখে নেওয়া যাক এই বিশেষ যোগে কোন কোন রাশি কীভাবে লাভবান হতে চলেছে।
3/5ধনু- ধনু রাশির জাতক জাতিকারা এই সময় ভালো সময়ের দর্শন পেতে পারেন। সন্তান, প্রেম, বিবাহ ও উন্নতির দিক থেকে সর্বতভাবে এই সময় ভালো কাটবে। ব্যবসায়ীদের এই সময় ভালো কাটতে চলেছে। প্রেমেও ভালো সময় দেখা যেতে চলেছে। এই সময় যে দম্পতিরা সন্তান পেতে চান, তাঁদের আকাঙ্খা পূর্ণ হবে। বাড়বে আয়। (প্রতীকী ছবি) (ANI Photo)
4/5মিথুন- আয়ের পরিমাণ এই সময় ভালো হবে। সমাজে বাড়বে মান সম্মান। দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি। পুরনো বিনিয়োগ থেকেও পাওয়া যাবে লাভ। ব্যবসায় কোনও বড়সড় চুক্তি হতে পারে এই সময়। যার ফলে লাভের মুখ দেখা যাবে। শেয়ার বাজারে বিনিয়োগ বা লটারি থেকে পেতে পারেন লাভ। (Photo by AFP)
5/5মেষ- মেষ রাশির জাতক জাতিকাদের জন্য হোলি খুবই শুভ সময় নিয়ে আসতে চলেছে। এই যোগ আপনাদের রাশিতে লগ্নভাবে তৈরি হতে চলেছে। আত্মবিশ্বাস বাড়তে থাকবে। প্রেমের সম্পর্কের জন্য এই সময় খুবই ভালো। যাঁদের বিয়ের জন্য চেষ্টা করা হচ্ছে, তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও নতুন কাজ শুরু করতে পারেন এই সময়। (এই প্রতিবেদনের তথ্য মান্যতাধর্মী। এর সত্যতার দাবি করে না হিন্দুস্তান টাইমস বাংলা। ) (PTI Photo) (PTI03_01_2023_000150B)