হোলিকা দহনের দিন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, হোলিকা দহনের সময় পুজো এবং দান করলে জীবনের কষ্ট দুঃখ লাঘব হয়। সমস্ত সুখ লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এবার হোলিকা দহনের তারিখ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। জেনে নিন হোলিকা দহনের সঠিক সময় ও দিনক্ষণ।
আরও পড়ুন: ২০২৫র প্রথম চন্দ্রগ্রহণ ১৪ মার্চ কখন শুরু? কোন রাশিতে থাকবে কোন গ্রহ! রইল সময়, জ্যোতিষমত
হোলির আগের দিন হোলিকা দহন করা হয়। আর এই হোলিকা দহনের ৮ দিন আগে শুরু হয় হোলাষ্টক। পঞ্চাঙ্গ অনুসারে, এবার হোলাষ্টক ৭ মার্চ থেকে শুরু হয়েছে, এবং এটি হোলিকা দহনের মাধ্যমে শেষ হবে অর্থাৎ ১৩ মার্চ। আর তার পরের দিন অর্থাৎ ১৪ মার্চ হোলি। তবে এদিন একটি চন্দ্রগ্রহণও রয়েছে।
আরও পড়ুন: হোলিতে বিরল গ্রহ সংযোগে অর্থভাগ্য উজ্জ্বল, কেরিয়ারে সফলতা, লাকি কোন ৪ রাশি !
এই বছর অর্থাৎ ২০২৫ সালে হোলিকা দহনের শুভ মুহূর্ত
পঞ্চাঙ্গ অনুসারে, ফাল্গুন পূর্ণিমার তিথি ১৩ মার্চ সকাল ১০টা বেজে ৩৫ মিনিট থেকে শুরু হবে। পরের দিন অর্থাৎ ১৪ মার্চ দুপুর ১২টা বেজে ২৩ মিনিটে শেষ হবে। তাই ১৩ মার্চ হোলিকা দহন করা হবে এবং ১৪ মার্চ হোলি বা দোল উদযাপন করা হবে। এবার হোলিতে ভাদ্রের ছায়া থাকবে। ভাদ্রের ছায়ায় শুভ ও মাঙ্গলিক কাজ করলে সেই কাজগুলির ফল পাওয়া যায় না।
আরও পড়ুন: গ্রহণের সময় অশুভ প্রভাব এড়াতে গর্ভবতী মহিলাদের কী কী করণীয়? রইল শাস্ত্রমত
জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী, ১৩ মার্চ সকাল ১০টা বেজে ৩৫ মিনিট থেকে রাত ১১টা বেজে ২৬ মিনিট পর্যন্ত ভাদ্রছায়া থাকবে। এর পরে হোলিকা দহন করা যেতে পারে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ১৩ মার্চ হোলিকা দহনের শুভ সময় হল রাত ১১টা বেজে ২৬ মিনিট থেকে রাত ১২টা বেজে ৩০ মিনিট পর্যন্ত। এই সময় হোলিকা দহন করা যেতে পারে। এদিন ব্রহ্ম মুহুর্ত ভোর ৪টা বেজে ৫৬ মিনিট থেকে ভোর ৫টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত রয়েছে। অন্যদিকে, অভিজিৎ মুহুর্ত দুপুর ১২ টা বেজে ০৭ মিনিট থেকে দুপুর ১২টা বেজে ৫৫ মিনিট পর্যন্ত থাকবে।