বছরের শুরুতে ঋণ শোধ করতে পারবেন সিংহ রাশির জাতকরা। ঋণের আবেদন জানিয়ে থাকলে তা মঞ্জুর হবে। বুধ ও শনির যুতির কারণে আটকে থাকা অর্থ লাভ করতে পারেন। তবে জানুয়ারি মাসে সম্পত্তি বা জমি তে লগ্নি করবেন না। কারণ এ সময় চতুর্থ স্থানের অধিপতি মঙ্গল কেতুর সঙ্গে যুতি করবে। এমন পরিস্থিতিতে মিথ্যা চুক্তি বা প্রতারণার শিকার হতে পারেন। এর ফলে আর্থিক লোকসান হবে। বছরের প্রথম তিন মাসে ব্যবসা স্থানে রাহুর উপস্থিতি সিংহ ব্যবসায়ীদের আর্থিক লোকসান ঘটাবে। তাই এই সময় ব্যবসায় লগ্নি করবেন না। অন্য দিকে এ সময় অপ্রত্যাশিত ব্যয়ও বৃদ্ধি পেতে পারে।
এপ্রিলের পর লাভ স্থানে বৃহস্পতি গোচর করবে, ফলে সিংহ রাশির জাতকদের সময় অনুকূল হবে। পৈতৃক সম্পত্তি রয়েছে বা পৈতৃক সম্পত্তি থেকে আয়ের প্রত্যাশা করছেন এমন জাতকদের জন্যও সময় ভালো।
সম্পত্তি লাভ বা সম্পত্তি লেন-দেনে মুনাফা হতে পারে। ক্রয়-বিক্রয়ের জন্য সময় শুভ। আর্থিক দিক দিয়ে জুলাই মাস শুভ। এ সময় অর্থ সঞ্চয় করতে সফল হবেন, কার তখন বুধ আপনার লাভ স্থানে গোচর করবে। পাশাপাশি অগস্ট মাসে বুধ অর্থ স্থানে গোচর করবে, এটিও আপনার জন্য লাভ জনক প্রমাণিত হবে। সিংহ রাশির জাতকরা এ মাসে বড়সড় লগ্নি করতে পারেন। কারণ এ সময় প্রতিটি লগ্নি থেকে ভালো লাভ অর্জনের প্রবল সম্ভাবনা রয়েছে। বছরের শেষে কোনও ব্যবসায় লগ্নি বা নতুন প্রকল্প শুরু করতে পারেন।
ে পারেন।