समीर उपाध्याय ज्योतिर्विद : বর্তমান ট্রানজিটে, মঙ্গল কর্কট রাশিতে এবং শনি কুম্ভ রাশিতে গমন করছে। ট্রানজিটের সময় মঙ্গল ও শনির পারস্পরিক ষষ্ঠ-অষ্টম অবস্থানের কারণে ষড়ষ্টক যোগ তৈরি হচ্ছে। মঙ্গল-শনি ষড়ষ্টক যোগ ট্রানজিট ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। এই যোগ ১২টি রাশির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।
আপনার রাশির উপর এর প্রভাব কেমন পড়বে? এখান থেকে এক লাইনে জেনে নিন সেই কথা।
মেষ: কর্মক্ষেত্রে অগ্রগতি। আয়ের কিছু নতুন উৎস তৈরি হবে। পুরনো কিছু কাজের জন্য সম্মান পাওয়া।
বৃষ: কিছু স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়। স্ত্রী ও পিতামাতার স্বাস্থ্য উদ্বেগ, সাহসিকতা বৃদ্ধি পাবে।
মিথুন: বিবাদ, ঋণের নিষ্পত্তি। স্বাস্থ্য সমস্যার সমাধান। আয়ের নতুন উৎস তৈরি হবে।
কর্কট: স্বাস্থ্য সমস্যা। দুর্ঘটনা। সম্পর্কের টানাপোড়েন। গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত। সম্মানে ক্ষতি।
সিংহ: এই রাশির আর্থিক সুবিধা। নতুন কেনাকাটা। নতুন কাজে সম্পৃক্ততা। স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে ব্যাঘাত।
কন্যা: ছোট ভাই ও বোনের সাথে সম্পর্কিত শুভ ও অশুভ ঘটনা। কর্মক্ষেত্রে অগ্রগতি এবং অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা থাকবে।
তুলা: অর্থনৈতিক সুবিধা। অমীমাংসিত কাজ শেষ হবে। উন্নতি এবং নতুন সম্পর্ক হবে। নতুন পদ, সম্মান বৃদ্ধি।
বৃশ্চিক: বাসস্থান বা কাজের স্থান পরিবর্তন। অতিরিক্ত ব্যয়। নতুন সম্পর্ক তৈরি হবে। সংগ্রামী সাফল্য।
ধনু: গুরুত্বপূর্ণ কাজে বাধা। স্বাস্থ্য সমস্যা সম্পর্কের টানাপোড়েন। ছোট ভাই-বোন সম্পর্কিত সুখবর।
মকর: অবাঞ্ছিত পরিবর্তন। প্রকৃতিতে আক্রমণাত্মকতা। স্বাস্থ্যের প্রতিবন্ধকতা। নতুন কাজে সম্পৃক্ততা।
কুম্ভ: নতুন সম্পর্ক ও যোগাযোগ তৈরি হবে। কিছু বিতর্কিত বিষয়ে ও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য। সম্মান বৃদ্ধি।
মীন: সন্তানদের স্বাস্থ্য সমস্যা। নিজের বা পরিবারের সদস্যের বাসস্থান বা কাজের জায়গায় পরিবর্তন।