সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবেই ভালো পরিণাম লাভের জন্য কঠিন পরিশ্রম করছেন সমস্ত পরীক্ষার্থী। কিন্তু তা সত্ত্বেও ভালো ফলাফল লাভের বিষয় মনে কোনও সন্দেহ থাকলে জ্যোতিষে বর্ণিত কয়েকটি উপায় করে দেখতে পারেন। এর ফলে সাফল্য লাভের পথ প্রশস্ত হবে। পরীক্ষা ভালো নম্বর লাভের জন্য কী করবেন জেনে নিন--
১. পড়ুয়াদের বাগদেবীর আরাধনা করা উচিত। পড়ুয়ারা নিজের কক্ষে সরস্বতীর ছবি রাখবেন। পড়তে বসার আগে ধূপ, দীপ ও কর্পূর জ্বালিয়ে সরস্বতীর পুজো করুন।
২. সূর্যকেও বুদ্ধির দেবতা মনে করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল লাভের জন্য সূর্যের পুজো করুন। সকালে স্নান করার পর লোটায় জল দিয়ে তাতে সামান্য চাল, লাল চন্দন ও ফুল দিয়ে সূর্যকে জলের অর্ঘ্য দিন। এর ফলে বুদ্ধি বৃদ্ধি হবে এবং পরীক্ষায় সাফল্য লাভ করবেন।
৩. যে টেবিলে বসে পড়াশোনা করবেন, তা সবসময় পরিষ্কার রাখুন ও তাতে খাবার খাবেন না।
৪. সকালে পড়াশোনা করলে ইতিবাচক ফলাফল লাভ করতে পারবেন।
৫. পড়ুয়ারা গলায় সরস্বতী যন্ত্র ধারণ করলেও ভালো ফলাফল পেতে পারেন।
৬. কিছু কিছু ছাত্রের স্মৃতি শক্তি ভালো হয় না। তুলসী পাতায় মিশ্রী দিয়ে খেলে স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ও পরীক্ষায় ভালো নম্বর করতে পারবেন।
৭. গণেশ চালিসা পাঠ করুন ও পরীক্ষা দিতে যাওয়ার আগে ইষ্টদেবতাকে স্মরণ করুন।
৮. পরীক্ষার ৫ দিন আগে থেকে মিষ্টি দই খাওয়া শুরু করুন। যে দিন পরীক্ষা দিতে যাচ্ছেন, সে দিন দই চিনি খেয়ে বের হন। পরীক্ষা ভালো হবে।
৯. পরীক্ষার দিনে ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।
১০. পরীক্ষার আগে পাখিদের ৭ ধরনের অন্ন খাওয়ান। গরুকে গুড় বা আটা খাওয়ালেও সুফল পেতে পারেন।
১১. পরীক্ষার দিনে স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন।
১২. সোমবার পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়ি থেকে আয়নার নিজের মুখ দেখে বের হন। একট পান পাতা কিনে শিবলিঙ্গে অর্পণ করুন।
১৩. মঙ্গলবার পরীক্ষা হলে, সেদিন বজরংবলীকে ছোলা ও গুড়ের ভোগ নিবেদন করুন। প্রসাদ হিসেবে তা খেয়ে পরীক্ষা দিতে যান।
১৪. বুধবার পরীক্ষা দিতে যাওয়ার আগে গণেশের আরতি করুন ও দূর্বা অর্পণ করুন। ভালো ফলাফল লাভ করবেন।
১৪. বৃহস্পতিবার জাফরানের তিলক লাগিয়ে পরীক্ষা দিতে যাবেন।
১৫. শুক্রবার পরীক্ষা থাকলে লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করার পর তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন।
১৬. শনিবার পরীক্ষা দিতে যাওয়ার আগে বজরংবলী ও শনিকে প্রণাম করে যান। সম্ভব হলে পকেটে সরষে রেখে পরীক্ষা দিতে যান। ভালো ফলাফল লাভ করবেন।