1/7ইংরেজি মাস শেষ হচ্ছে আর দু’দিনেই। যদিও ইংরেজি মাসের সঙ্গে বৈদিক জ্যোতিষে কোনও সম্পর্ক নেই। কিন্তু তার পরেও ইংরেজি মাসের সঙ্গেই মিলে গিয়েছে জ্যোতিষমতের কয়েকটি দিন।
2/7আগামী সোমবার অর্থাৎ ১ অগস্ট থেকে কোনও কোনও রাশির জীবনে বড়সড় বদল আসতে চলেছে। তেমনই বলছে জ্যোতিষশাস্ত্র। বলা হচ্ছে, এই সময় থেকে কোনও কোনও রাশির ভাগ্য বেশ কিছুটা বদলে যেতে পারে।
3/7জ্যোতিষ মতে, গ্রহের রাশি পরিবর্তন নানাভাবে প্রভাবিত করে মানুষের জীবন ও ভাগ্যকে। আগামী কয়েক দিনেই ১২টি রাশির জীবনেই নানা ধরনের বদল আসবে। তবে আলাদা করে ৪টি রাশির কথা বলা দরকার। কারণ এই ৪ রাশির জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে গ্রহের রাশি পরিবর্তনের ফলে। এই ৪ রাশির জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। দেখে নেওয়া যাক, এই রাশিগুলি কী কী।
4/7মকর রাশি: ৪ অগস্টের মধ্যে এই রাশির জীবনে বদল আসতে পারে। তার আগে ধৈর্যচ্যুতির কারণে নানা সমস্যা হয়েছে। সেই সব সমস্যাই এবার মিটে যাবে। আত্মবিশ্বাস বাড়বে এ পর থেকে। পড়াশোনায় আগ্রহ বাড়বে। উচ্চ শিক্ষার জন্য পরিবার থেকে দূরে যেতে পারেন। ১৭ অগস্ট পর্যন্ত পদোন্নতির সুযোগ পাওয়া যাবে। চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সাহায্য পেতে পারেন। ২৪ অগস্টের পরে গাড়ি কেনার সুযোগ পাবেন কেউ কেউ।
5/7কর্কট রাশি: এই রাশির জাতকরা আগামী মাসে আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। তবে ধৈর্য ধরুন। না হলে কোনও লাভই হবে না। ব্যবসায়িক অবস্থার উন্নতি হতে পারে। লাভের সুযোগ থাকবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। অন্য কোথাও, মূলত শহরের বাইরে যেতে হতে পারে। পরিবারের সমর্থন পাবেন।২৩ অগস্টের পর গাড়ি কেনার সুযোগ আসতে পারে। বিদেশ ভ্রমণের জন্যও যোগাযোগ তৈরি হতে পারে এই সময়ে।
6/7মিথুন রাশি: মাসের শুরুতে অনেক আত্মবিশ্বাস থাকবে। তবে অতিরিক্ত উদ্যমী হওয়া এড়িয়ে চলুন। আপনার মনকে শান্ত রাখুন। পরিবারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। চাকরির ইন্টারভিউতে আপনি সফল হতে পারেন এই মাসে। বন্ধুর সহযোগিতাও পেতে পারেন। আপনি ১৭ অগস্টের পরে অন্য শহরে যেতে পারেন কিছু দিনের জন্য। ব্যবসায়িক অবস্থা সন্তোষজনক হবে।
7/7কন্যা রাশি: আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। অজানা কোনও ভয়ে আপনি বিচলিত হতে পারেন। তাই মাসের শুরুর দিকটিতে পারলে কোনও ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনা করুন। ভ্রমণ আনন্দদায়ক হবে। ৫ অক্টোবর থেকে স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে। পুরনো বন্ধুও ফিরে আসতে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। যে কোনও সম্পত্তি থেকে অর্থ পাওয়া যেতে পারে। গস্ট মাসটি মোটের উপর ভালো চলবে। তবে এই মাসের বহু ভালো কাজের সুফল পাবেন অক্টোবরে গিয়েই।