Jaya Ekadashi Vrat Vidhi:৭ না ৮ ফেব্রুয়ারি, এবার জয়া একাদশী কবে? পুজোর শুভ সময় ও ব্রত বিধি জেনে নিন
Updated: 05 Feb 2025, 07:00 PM ISTJaya Ekadashi Vrat Vidhi: মাঘ মাসের শুক্লপক্ষর একাদশীতে জয়া একাদশী পালিত হয়। এইদিন ভগবান বিষ্ণুর পুজো করলে পূর্ণ কল্যাণ লাভ হয় এবং তাঁর আশীর্বাদ বর্ষিত হয়। এই দিনে একাদশীর উপবাস পালন করা হয় এবং ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীরও পুজো করা হয়। আসুন জেনে নিই এবার জয়া একাদশী কবে, পুজোর শুভ সময় কখন।
পরবর্তী ফটো গ্যালারি