Jupiter Blessings 2023 Astrology: জ্যোতিষশাস্ত্রের দিক থেকে ২০২৩ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। চলতি বছরে একের পর এক গ্রহ রাশি পরিবর্তন করবেন। কোনও গ্রহ আবার উদিত হবেন। কেউ হবেন মার্গী। সেরকমভাবেই দেবগুরু বৃহস্পতি উদিত হবেন। তার ফলে কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী এপ্রিলের শুরুতে উদিত হবেন বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেবগুরু বৃহস্পতি উদিত হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের আর্থিক জীবন এবং কেরিয়ারে বিশেষভাবে প্রভাব পড়বে। তাঁদের পারিবারিক জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে।
2/5মিথুন রাশি- বৃহস্পতি উদিত হওয়ার ফলে মিথুন রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। ভাগ্যের সহায়তা মিলবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। বিশেষত যাঁরা চাকরি করেন, তাঁদের উন্নতির পথ প্রশস্ত হবে। আপনি যত পরিশ্রম করবেন, তত সাফল্য লাভ করবেন। পরিশ্রমের পুরো দাম পাবেন। পারিবারিক জীবন সুখকর হবে। যাঁরা চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাঁরা কোনও সুখবর পেতে পারেন।
3/5সিংহ রাশি- এক বছর পর বৃহস্পতির উদয়ে ভাগ্য পরিবর্তন হবে সিংহ রাশির জাতকদের। আর্থিক দিক থেকে লাভের যোগ তৈরি হচ্ছে। কেরিয়ারে হবে উন্নতি। যে সিংহ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁরা নয়া কোনও পদক্ষেপ করলে তাতে সাফল্য মিলবে। পারিবারিক জীবনে বাড়বে সুখ-সমৃদ্ধি। যাঁরা প্রেম করছেন, তাঁদের জীবনে মাধুর্য বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5বৃশ্চিক রাশি- বৃহস্পতি উদিত হওয়ায় বৃশ্চিক রাশির জাতকদের শুভ সময় শুরু হবে। বৃশ্চিক রাশির যে স্থানে বৃহস্পতি উদিত হবেন, তা আর্থিক দিক থেকে কার্যকরী বলে বিবেচনা করা হয়। তাই দেবগুরু বৃহস্পতি উদিত হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। কোনও ঋণ নেওয়া থাকলে তা থেকে মুক্ত হবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা।
5/5মীন রাশি- বৃহস্পতি উদিত হওয়ার ফলে মীন রাশির জাতকদের জীবনে বড়সড় পরিবর্তন আসবে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। আয় বৃদ্ধি পাবে। যে মীন রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা লাভের যোগ তৈরি হবে। অংশীদারিত্বের কাজে লাভবান হবেন। দাম্পত্য জীবন সুখকর হতে চলেছে। যাঁরা অবিবাহিত, তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।